জার্মান নাগরিকদের বাংলাদেশ ভ্রমণ না করার পরামর্শ
২২ জুলাই ২০২৪পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক্স হ্যান্ডেলে রবিবার এক পোস্টে জানানো হয়, ‘‘দেশ (বাংলাদেশ) জুড়ে সহিংসতা-সংঘর্ষের কারণে কারফিউ জারি করা হয়েছে এবং মোবাইল ও ইন্টারনেট সেবা বন্ধ রাখা হয়েছে৷'' পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা মন্ত্রণালয়৷ সেখানে বলা হয়েছে, ‘‘আন্দোলন ও বিক্ষোভকে কেন্দ্র করে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে৷''
এছাড়া বাংলাদেশে অবস্থানরত জার্মানদের সংকটময় পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি নিতেও বলা হয়েছে৷
কয়েকশ' মানুষ গ্রেপ্তার
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় শনিবার তার নাগরিকদের সতর্ক করে দিয়ে বাংলাদেশ ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে৷ এমনকি বাংলাদেশ থেকে মার্কিন কূটনীতিক এবং তাদের পরিবারকে দেশে ফিরিয়ে আনার ঘোষণাও দিয়েছে তারা৷
শুক্রবার বাংলাদেশে কারফিউ জারি করা হয়৷ সোমবার সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে পাঁচ শতাধিক মানুষকে এখন পর্যন্ত আটক করা হয়েছে৷ ঢাকা মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ফারুক হোসেন সংবাদ সংস্থাটিকে জানান, কয়েকজন বিএনপি নেতাসহ অন্তত ৫৩২ জন মানুষকে গ্রেপ্তার করা হয়েছে৷
এপিবি/এসিবি (ডিপিএ, এএফপি)