জার্মান প্রেসিডেন্ট নির্বাচনে এসপিডি দলের প্রার্থীর নাম ঘোষণা
২৬ মে ২০০৮দলের এক বৈঠকে ৬৫ বছর বয়সী রাজনীতিবিজ্ঞানের অধ্যাপক শোয়ানকে সর্বসম্মতভাবে প্রেসিডেন্ট নির্বাচনের জন্য মনোনীত করা হয়৷
ঐ বৈঠকের পর এসপিডি দলের চেয়ারম্যান কুর্ট বেক বলেন বৈঠকে দলের সদস্যরা অধ্যাপক শোয়ানকে সর্বসম্মতভাবে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে দলের পক্ষে নির্বাচনের জন্য মনোনীত করেছে৷
এসপিডির পক্ষে মনোনয়ন পাবার পর শোয়ান বলেন তিনি মনে করেন তার জয়লাভের সম্ভাবনা রয়েছে৷
উল্লেখ্য, ২০০৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে শোয়ান বর্তমান প্রেসিডেন্ট হর্স্ট কোয়েলার কাছে স্বল্প ভোটে পরাজিত হয়েছিলেন৷
আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফের প্রাক্তন ব্যবস্থাপনা পরিচালক কোয়েলার গত সপ্তাহেই প্রেসিডেন্ট পদে পুনরায় প্রতিদ্বন্দ্বীতা করার ঘোষণা দিয়েছেন৷
চ্যান্সেলর ম্যার্কেল কোয়েলারের ঘোষণাকে স্বাগত জানিয়ে বলেছিলেন, জার্মানদের হৃদয়ে তিনি জায়গা করে নিয়েছেন৷
এদিকে ম্যার্কেলের দল খৃষ্টীয় গণতন্ত্রী ইউনিয়ন সিডিইউ ও বাভারিয়া রাজ্যের সিডিইউর অঙ্গসংগঠন সিএসইউ এসপিডির ঘোষণার তীব্র সমালোচনা করেছে৷
এক বিবৃতিতে সিডিইউ বলেছে, প্রেসিডেন্ট নির্বাচনে শোয়ানকে পূর্ব জার্মানীর সাবেক কমিউনিষ্টদের সমর্থনপুষ্ট সমাজতন্ত্রী বাম দলের ভোটের উপর নির্ভর করতে হবে৷
এদিকে শোয়ানের নাম ঘোষণার কারণে এসপিডির সঙ্গে জোট সরকারের বর্তমান খারাপ সম্পর্ক আরও নিচের দিকে নেমে যাবে বলে স্থানীয় সংবাদপত্রগুলো আশঙ্কা করছে৷
তবে ম্যার্কেলের মুখপাত্র এই আশঙ্কাকে প্রত্যাখান করে বলেছেন, তিনি মনে করেন আগামী দিনগুলোতে সরকারের কার্যক্রম ঠিকভাবেই চলবে৷
বিশ্লেষকরা বলছেন, যদিও সাধারণ জনগণের মাঝে কোয়েলারের জনপ্রিয়তা রয়েছে তবুও পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল নিয়ে অনিশ্চয়তা রয়েছে৷
উল্লেখ্য, জার্মানীতে প্রতি পাঁচ বছরে একবার প্রেসিডেন্ট নির্বাচন হয়৷ জার্মান সংসদের নিম্ন কক্ষের সদস্য ও ১৬টি রাজ্য থেকে সমান সংখ্যক সদস্য নিয়ে গঠিত ফেডারেল এসেম্বলী এই নির্বাচনে ভোট দিয়ে থাকেন৷
তবে চ্যান্সেলর-প্রধান জার্মানীতে প্রেসিডেন্টের পদ অনেকটাই আনুষ্ঠানিকতা মাত্র৷