1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মান প্রেসিডেন্টের সফর বাংলাদেশের জন্য বড় সুযোগ: ব্যবসায়ী মহল

২৯ নভেম্বর ২০১১

জার্মান প্রেসিডেন্ট ক্রিস্টিয়ান ভুল্ফ-এর সফর প্রমাণ করে বাংলাদেশ তার অর্থনৈতিক অবস্থাকে সংহত করছে৷ সম্প্রতি বাংলাদেশ ও জার্মানির বাণিজ্য ৫০ ভাগ বেড়েছে৷ ব্যবসায়ীরা এই সফরকে বিবেচনা করছেন বাংলাদেশের জন্য বড় সুযোগ হিসেবে৷

https://p.dw.com/p/13IVQ
বাংলাদেশের রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সঙ্গে জার্মান প্রেসিডেন্ট ক্রিশ্চিয়ান ভুল্ফ, ঢাকায় সোমবার৷ছবি: Focus Bangla

বাংলাদেশ সফরের দ্বিতীয় দিনে জার্মানির প্রেসিডেন্ট ক্রিস্টিয়ান ভুল্ফ আজ বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং বিরোধী দলীয় নেত্রী ছাড়াও সুশীল সমাজের প্রতিনিধি এবং ব্যবসায়ী ও শিল্পপতিদের সঙ্গে মত বিনিময় করবেন৷ বাণিজ্যমন্ত্রী কর্ণেল(অব.) ফারুক খানের নেতৃত্বে বাংলাদেশের একটি ব্যবসায়ী প্রতিনিধি দলও তাঁর সঙ্গে দেখা করবেন৷ ব্যবসায়ী প্রতিনিধি দলে থাকছেন বাংলাদেশ জার্মান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রির সভাপতি সাইফুল ইসলাম৷ তিনি ডয়চে ভেলেক জানান, বাংলাদেশ ও জার্মানির মধ্যে বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রে এখন চলছে মধুচন্দ্রিমা৷ তিনি বলেন, এবার জার্মান প্রেসিডেন্ট ইন্দোনেশিয়া এবং বাংলাদেশ সফর করছেন৷ তাঁর এই সফর বাংলাদেশের অর্থনৈতিক সক্ষমতাকেই প্রমাণ করে৷

তিনি জানান, গত ৬ মাসে বাংলাদেশ ও জার্মানির দ্বিপাক্ষিক বাণিজ্যে প্রবৃদ্ধি ৫০ ভাগ ৷ যা দুই দেশের জন্যই একটি রেকর্ড৷ সাইফুল ইসলাম বলেন, শুধু তৈরি পোশাক নয়, চিংড়ি এবং জাহাজ রফতানিতে বাংলাদেশ ইউরোপের বাজারে তার অবস্থান সংহত করছে৷ তিনি বলেন, জার্মান রাষ্ট্রপতির এই সফর কাজে লাগাতে পারলে রাজনৈতিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক দিক দিয়ে লাভবান হবে বাংলাদেশ ৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক