জার্মানিতে বাল্যবিবাহ নিষিদ্ধ
৮ এপ্রিল ২০১৭জার্মান আইনমন্ত্রী হাইকো মাস-এর প্রস্তাবিত খসড়া অনুযায়ী জার্মানিতে বিবাহের ন্যূনতম বয়স হবে ১৮ এবং বিবাহের সময় যে সব পাত্র বা পাত্রীর বয়স ১৬-র নীচে ছিল, সে সব বিবাহ অকার্যকরি বলে গণ্য করা হবে৷ এছাড়া বিয়ের পাত্র বা পাত্রীর একজনের বয়স যদি ১৬ ও ১৮ বছরের মধ্যে হয়ে থাকে, তবে আদালত সে বিবাহ বাতিল বলে ঘোষণা করতে পারবেন৷
‘‘অপ্রাপ্তবয়স্কদের স্বাভাবিক বিকাশের হানি ঘটাতে পারে, এমন বিবাহ আমরা অনুমোদন করতে পারি না'', বলেছেন মাস৷ জার্মানি সব ধরনের বিবাহের ‘এজ অফ কনসেন্ট' বা ন্যূনতম আইনসঙ্গত বয়স ছিল ১৬; এছাড়া কিছু কিছু ক্ষেত্রে ১৮ বছর বয়সিরা ১৬ বছর বয়সিদের বিবাহ করতে পারত৷
১৪ বছরের কম বয়সি ৩০০ শিশু বিবাহিত
আইনমন্ত্রী বলেন যে, বিশেষ করে জার্মানির বাইরে সম্পাদিত বিবাহের ক্ষেত্রে নতুন আইন আরো কড়া হবে৷
কোলন শহরে রাখা বৈদেশিক নাগরিকদের নিবন্ধ অনুযায়ী ২০১৬ সালের জুলাই মাসের শেষে জার্মানিতে অ-জার্মান বংশোদ্ভূত প্রায় ১,৫০০ অপ্রাপ্তবয়স্ক বিবাহিত হিসেবে নথিভুক্ত ছিল – তাদের মধ্যে ৩৬১ জনের বয়স ছিল ১৪ বছরের নীচে৷
এদের মধ্যে বৃহত্তম গোষ্ঠী ছিল সিরিয়া থেকে আগত: মোট ৬৬৪ জন; দ্বিতীয় স্থানে আফগানিস্তান: ১৫৭ জন; এছাড়া ইরাক থেকে ১০০ জন ও বুলগেরিয়া থেকে ৬৫ জন৷
ব্যতিক্রমের ব্যবস্থা রাখা হচ্ছে
প্রস্তাবিত আইন অনুযায়ী যে সব ‘শিশুর' বিদেশে বৈধভাবে বিবাহ হয়েছে, যুবকল্যাণ বিভাগের কর্মীরা প্রয়োজনে তাদের সরকারি তত্ত্বাবধানে নিতে পারবেন ও স্বামীর কাছ থেকে আলাদা করতে পারবেন৷
কোনো দম্পতি যদি শিশুবয়সে বিবাহ হয়ে থাকেন এবং প্রাপ্তবয়স্ক হিসেবে এখন বিবাহিত থাকতে চান, তবে তা সম্ভব হবে৷
আইনের খসড়া অনুযায়ী সরকারি রেজিস্ট্রি ছাড়া অন্য কোনো প্রথাগত বা ধর্মীয় আচার-অনুষ্ঠানের মাধ্যমে অপ্রাপ্তবয়স্কদের বিয়েদেওয়া দণ্ডনীয় অপরাধ বলে গণ্য হবে ও তার উপর জরিমানা আরোপ করা হবে৷
এসি/ডিজি (এএফপি, ডিপিএ)
প্রতিবেদনটি সম্পর্কে আপনার কোনো মন্তব্য থাকলে লিখুন নীচের ঘরে৷