জার্মান সংসদে নাৎসি নির্যাতনের শিকার এলজিবিটিকিউদের স্মরণ
২৯ জানুয়ারি ২০২৩নাৎসি নির্যাতনের শিকার সমকামী, উভকামী ও ট্রান্সজেন্ডারদের স্মরণে এমন উদ্যোগ নিতে দেরি হয়ে গেছে বলে স্বীকার করেন জার্মান সংসদ বুন্ডেসটাগের প্রেসিডেন্ট ব্যার্বেল বাজ৷ তবে অন্যান্য জার্মান প্রতিষ্ঠান আগেই এ উদ্যোগ নিয়েছে বলে তিনি জানান৷
"আমাদের যে স্মরণ করার সংস্কৃতি, তার জন্য নিপীড়নের শিকার সবার গল্প বলা জরুরি৷ আমরা তাদের সাথে ঘটে যাওয়া অবিচার তুলে ধরি, তাদের কষ্টের কথা স্বীকার করি,'' আন্তর্জাতিক গণহত্যা স্মরণ দিবস উপলক্ষে আইন প্রণেতাদের উদ্দেশ্যে বলেন বাজ৷
নাৎসিরা হলোকাস্টে প্রায় ৬০ লাখ ইহুদিকে হত্যা করে৷ এছাড়াও রোমা সম্প্রদায়, প্রতিবন্ধী ও মানসিকভাবে অসুস্থ এবং যৌন ও লিঙ্গনির্ভর সংখ্যালঘুদের উপর নির্যাতন ও হত্যাযজ্ঞ চালিয়েছিল৷
ইতিহাসবিদদের অনুমান, ১৯৩৩ থেকে ১৯৪৫ সালের মধ্যে প্রায় এক লাখ সমকামী ও উভকামীকে গ্রেপ্তার করা হয়েছিল এবং তাদের অনেককে বন্দি শিবিরে পাঠানো হয়েছিল৷
সমকামী পুরুষরা তাদের প্রধান লক্ষ্য থাকলেও, লেসবিয়ান ও উভকামী নারীরা এবং ট্রান্সজেন্ডার ব্যক্তিরাও রেহাই পাননি৷
‘‘ভুক্তভোগীদের যারা জীবিত ছিলেন, তাদের সবাই ইতোমধ্যে মারা গেছেন৷ তাদের গল্প আমাদের শোনা হয়নি৷ তাদের গল্প অন্যদের বলতে হবে,'' বলেন বাজ৷
শুধু নারীদের জন্য তৈরি নাৎসি বন্দি শিবিরে লেসবিয়ানদের জন্য গত বছর প্রথম স্মৃতি স্মারক উন্মোচন করা হয়৷ জার্মানির রাজধানী বার্লিন থেকে প্রায় ১০০ কিলোমিটার উত্তরে রাফেনসব্রুকে এই শিবিরটির অবস্থান৷
এছাড়া বার্লিন, কোলন ও ফ্রাঙ্কফুর্টে নাৎসিদের শিকার সমকামীদের জন্য কয়েকটি স্মারক উৎসর্গ করা হয়েছে৷ কিন্তু এলজিবিটিকিউ কর্মীরা বলছেন, হলোকাস্টের শিকার এলজিবিটিকিউদের নিয়ে আরো গবেষণা হওয়া উচিত৷
জেডএ/এফএস (রয়টার্স)