1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মান সংসদে নাৎসি নির্যাতনের শিকার এলজিবিটিকিউদের স্মরণ

২৯ জানুয়ারি ২০২৩

চলতি বছর জার্মানি বার্ষিক হলোকাস্ট স্মারক উৎসর্গ করেছে নাৎসিদের নির্যাতনের শিকার এলজিবিটিকিউদের উদ্দেশ্যে৷ জার্মান পার্লামেন্ট এই প্রথম এমন উদ্যোগ নিয়েছে৷

https://p.dw.com/p/4MpiC
আন্তর্জাতিক গণহত্যা স্মরণ দিবসে নির্যাতনের শিকার এলজিবিটিকিউদের স্মরণ করলো বুন্ডেসটাগ (ফাইল ছবি)
আন্তর্জাতিক গণহত্যা স্মরণ দিবসে নির্যাতনের শিকার এলজিবিটিকিউদের স্মরণ করলো বুন্ডেসটাগ (ফাইল ছবি)ছবি: Michele Tantussi/REUTERS

নাৎসি নির্যাতনের শিকার সমকামী, উভকামী ও ট্রান্সজেন্ডারদের স্মরণে এমন উদ্যোগ নিতে দেরি হয়ে গেছে বলে স্বীকার করেন জার্মান সংসদ বুন্ডেসটাগের প্রেসিডেন্ট ব্যার্বেল বাজ৷ তবে অন্যান্য জার্মান প্রতিষ্ঠান আগেই এ উদ্যোগ নিয়েছে বলে তিনি জানান৷

"আমাদের যে স্মরণ করার সংস্কৃতি, তার জন্য নিপীড়নের শিকার সবার গল্প বলা জরুরি৷ আমরা তাদের সাথে ঘটে যাওয়া অবিচার তুলে ধরি, তাদের কষ্টের কথা স্বীকার করি,'' আন্তর্জাতিক গণহত্যা স্মরণ দিবস উপলক্ষে আইন প্রণেতাদের উদ্দেশ্যে বলেন বাজ৷ 

নাৎসিরা হলোকাস্টে প্রায় ৬০ লাখ ইহুদিকে হত্যা করে৷ এছাড়াও রোমা সম্প্রদায়, প্রতিবন্ধী ও মানসিকভাবে অসুস্থ এবং যৌন ও লিঙ্গনির্ভর সংখ্যালঘুদের উপর নির্যাতন ও হত্যাযজ্ঞ চালিয়েছিল৷

ইতিহাসবিদদের অনুমান, ১৯৩৩ থেকে ১৯৪৫ সালের মধ্যে প্রায় এক লাখ সমকামী ও উভকামীকে গ্রেপ্তার করা হয়েছিল এবং তাদের অনেককে বন্দি শিবিরে পাঠানো হয়েছিল৷

সমকামী পুরুষরা তাদের প্রধান লক্ষ্য থাকলেও, লেসবিয়ান ও উভকামী নারীরা এবং ট্রান্সজেন্ডার ব্যক্তিরাও রেহাই পাননি৷

‘‘ভুক্তভোগীদের যারা জীবিত ছিলেন, তাদের সবাই ইতোমধ্যে মারা গেছেন৷ তাদের গল্প আমাদের শোনা হয়নি৷ তাদের গল্প অন্যদের বলতে হবে,'' বলেন বাজ৷

শুধু নারীদের জন্য তৈরি নাৎসি বন্দি শিবিরে লেসবিয়ানদের জন্য গত বছর প্রথম স্মৃতি স্মারক উন্মোচন করা হয়৷ জার্মানির রাজধানী বার্লিন থেকে প্রায় ১০০ কিলোমিটার উত্তরে রাফেনসব্রুকে এই শিবিরটির অবস্থান৷

এছাড়া বার্লিন, কোলন ও ফ্রাঙ্কফুর্টে নাৎসিদের শিকার সমকামীদের জন্য কয়েকটি স্মারক উৎসর্গ করা হয়েছে৷ কিন্তু এলজিবিটিকিউ কর্মীরা বলছেন, হলোকাস্টের শিকার এলজিবিটিকিউদের নিয়ে আরো গবেষণা হওয়া উচিত৷

জেডএ/এফএস (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য