জার্মান সরকারি চাকরিজীবীরা ধর্মঘটে
৬ শতাংশ বেতন বাড়ানোর দাবিতে জার্মানিতে চলছে সরকারি কর্মচারীদের ধর্মঘট৷ দেশের সবচেয়ে জনবহুল রাজ্য নর্থ রাইন ওয়েস্টফেলিয়ার পরিবহণ ব্যবস্থায় বিপর্যয় নেমে এসেছে৷ ধর্মঘটটি ডেকেছে জার্মানির প্রধান শ্রমিক ইউনিয়ন ভ্যার্ডি৷
কয়েকশ’ ফ্লাইট বাতিল
জার্মান এয়ারলাইন লুফৎহানসা জানিয়েছে, মোট ১,৬০০ ফ্লাইটের মধ্যে প্রায় ৮০০টি ফ্লাইট বাতিল করেছে তারা৷ বলা বাহুল্য, লুফৎহানসার ভর্তুকি দেওয়া ইউরোউয়িংস শাখাও এতে ক্ষতিগ্রস্ত হয়েছে৷
ভ্রমণ পরিকল্পনা ভেস্তে গেছে
ফ্রাংকফুর্ট ও মিউনিকের মতো বড় বড় বিমানবন্দরগুলিও আজ স্থবির৷ আর এ কারণে মোট ৯০ হাজার ভ্রমণকারীর ভ্রমণ পরিকল্পনা ভেস্তে গেছে৷
যা কিছু চলছে না
মঙ্গলবার গোটা জার্মানি জুড়ে সব ধরনের সড়ক যোগাযোগ ব্যবস্থা, ভোক্তা সেবা এবং বিমানবন্দরের অগ্নিনির্বাপণের সঙ্গে যুক্ত কর্মীরা কাজ থেকে বিরত ছিলেন৷ এছাড়া সরকারি কর্মচারীদের এই ধর্মঘটের আওতায় কিন্ডারগার্টেন, ময়লা পরিষ্কার, জরুরি সেবা (যেমন বিদ্যুৎ, পানি, গ্যাস ইত্যাদি) এবং আঞ্চলিক যোগাযোগ কর্মীরাও রয়েছেন৷
অপেক্ষার জন্য প্রস্তুত
ছবিতে জার্মানির ব্যস্ততম বিমানবন্দর ফ্রাংকফুর্টের একটি নোটিস বোর্ড, যেখানে সকল যাত্রীদের তথ্য জানতে নিজ নিজ এয়ারলাইন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে বলা হয়েছে৷
বেতন বৈষম্য
সরকারি শ্রমিক-কর্মচারীদের ইউনিয়ন ভ্যার্ডি দেশের ২৩ লাখ সরকারি কর্মচারীর বেতন ৬ শতাংশ বাড়ানোর দাবি জানিয়েছে৷ সংগঠনটি বলছে, মুনাফা না করতে পারার চাপ এসে পড়ছে শ্রমিকদের ওপর৷ ছবিতে এসেন শহরের একটি বাস ডিপোতে অবস্থানকারী ধর্মঘটী কয়েকজনকে দেখা যাচ্ছে৷
যাত্রীদের ভোগান্তি
কোলন শহরের রাস্তায় প্রাইভেট কারের ভিড়, যা বেশিরভাগ মানুষকে কাজে যেতে দেরি করিয়ে দিচ্ছে৷ ধর্মঘটে গণপরিবহণ অচল হয়ে পড়াতেই এ ভোগান্তি৷