জার্মানদের মধ্যে বন্দুকের লাইসেন্স নেয়ার প্রবণতা বেড়েছে
১৬ জানুয়ারি ২০১৯মন্ত্রণালয়ের হিসেব বলছে, গতবছর প্রায় ছয় লক্ষ দশ হাজার ৯৩৭ জন জার্মান নাগরিককে বন্দুক রাখার অনুমোদন দেয়া হয়েছে৷ ২০১৭ সালের তুলনায় এই হার ৯ দশমিক ৬ শতাংশ বেশি৷ সংখ্যার হিসেবে ৫৩ হাজার ৩৭৭টি বেশি অনুমোদন দেয়া হয়েছে৷
বন্দুক বলতে গ্যাস পিস্তল, ফ্লেয়ার গান, পেপার স্প্রেসহ প্রাণঘাতী নয়, এমন অস্ত্র বোঝানো হয়েছে৷
পুলিশ বলছে, নিরাপত্তার আশঙ্কা থেকে আত্মরক্ষার জন্য মানুষ লাইসেন্স নিচ্ছে৷
তবে বাম দলের অভ্যন্তরীণ নীতি বিষয়ক বিশেষজ্ঞ উলা ইয়েল্পকে মনে করছেন, স্বরাষ্ট্রমন্ত্রী হর্স্ট সেহোফার ও অভিবাসনবিরোধী দল এএফডির বিভিন্নমন্তব্যের কারণে জনমনে আতঙ্ক তৈরি হওয়ায় মানুষের মধ্যে লাইসেন্স নেয়ার আগ্রহ বাড়ছে৷
এদিকে জার্মানির পুলিশ ইউনিয়নের চেয়ারম্যান অলিভার মালশোভ বন্দুক রাখার এই প্রবণতা সমর্থন করছেন না৷ দৈনিক ‘নয়ে অসনাব্রুকার সাইটুং'কে তিনি বলেন, ‘‘এ ধরনের অস্ত্র নিরাপত্তাবোধের একটা কৃত্রিম অনুভূতি দেয় এবং নিজেকে রক্ষা করার ইচ্ছা বাড়িয়ে দেয়৷ কিন্তু এসব কারণে বর্তমান পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতে পারে এবং বন্দুকের মালিককে অপরাধীতে পরিণত করতে পারে৷''
মালশোভ মনে করেন, সশস্ত্র নাগরিকরা নিজেদের ঝুঁকি আরো বাড়িয়ে দিতে পারেন৷ কারণ, তাঁরা যাঁদের মুখোমুখি হবেন, তাঁরা জানবেন না যে, তাঁদের কাছে প্রাণঘাতী নয়, এমন অস্ত্র আছে৷
উল্লেখ্য, জার্মানিতে অস্ত্রের আবেদনকারীকে পূর্ণবয়স্ক হতে হয় এবং শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে হয়৷ তবে জার্মানিতে প্রাণঘাতী অস্ত্র পাওয়া খুব সহজ নয়৷
‘দ্য জার্নাল অফ দ্য অ্যামেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশন' বলছে, ২০১৬ সালে জার্মানিতে ৮২০ জন বন্দুক সহিংসতায় প্রাণ হারিয়েছেন৷ যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে সংখ্যাটি ৩৩ হাজার ৩৩৬ জন৷
জেডএইচ/এসিবি (এএফপি, ডিপিএ)