1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানির সমালোচনায় যুক্তরাষ্ট্র

১ নভেম্বর ২০১৩

জার্মানির প্রবৃদ্ধি রপ্তানি-নির্ভর, তা ইউরো এলাকার পক্ষে ক্ষতিকর, বুধবার প্রকাশিত ট্রেজারি রিপোর্টে মন্তব্য করা হয়েছে৷ এক্ষেত্রে ইউরো এলাকার দেশের সঙ্গে জার্মানির ট্রেড সারপ্লাস বা বাণিজ্যিক বাড়তির কথা উল্লেখ করা হয়েছে৷

https://p.dw.com/p/1A9kX
German Volkswagen cars stand at the car terminal in front of a cargo ship at the harbour of Bremerhaven, northern Germany, on August 31, 2010. The container terminal Bremerhaven is one of the biggest contiguous container terminal in the world. AFP PHOTO PATRIK STOLLARZ (Photo credit should read PATRIK STOLLARZ/AFP/Getty Images)
ছবি: Patrik Stollarz/AFP/Getty Images

অপরদিকে জার্মান প্রবৃদ্ধি যে অভ্যন্তরীণ চাহিদার পরিবর্তে রপ্তানির উপর বেশি নির্ভর, তা বিশ্ব অর্থনীতির নিরাময় প্রক্রিয়ার পক্ষেও একটি ঝুঁকি, বলে দৃশ্যত ওবামা প্রশাসনের অভিমত৷ ইউরো এলাকার দেশগুলি যখন তাদের অভ্যন্তরীণ চাহিদা ও আমদানি কমানোর জন্য চাপের মুখে, তখন জার্মানির অভ্যন্তরীণ চাহিদা পর্যাপ্ত পরিমাণে না বাড়ার ফলে এই সব দেশ জার্মানিতে তাদের রপ্তানি বাড়িয়ে ‘রি-ব্যালান্স' করার সুযোগ পাচ্ছে না – ট্রেজারির রিপোর্টে বলা হয়েছে৷ এই রিপোর্ট বছরে দু'বার মার্কিন কংগ্রেসে পেশ করা হয়৷

‘‘তার সামগ্রিক ফলশ্রুতি হয়েছে এই যে, ইউরো এলাকা এবং বিশ্ব অর্থনীতিতে মুদ্রাস্ফীতি হ্রাসের প্রবণতা সৃষ্টি হয়েছে'', বলেছে ট্রেজারি৷ ২০১২ সালে জার্মানির বাণিজ্যিক উদ্বৃত্ত চীনের চেয়েও বেশি ছিল বলে রিপোর্টে জানানো হয়েছে৷ ইউরোপে জার্মানির মতো বাণিজ্যিক বাড়তির অর্থনীতিগুলিতে অভ্যন্তরীণ চাহিদা বাড়লে তা ইউরো এলাকায় দীর্ঘমেয়াদীভাবে বাণিজ্যিক ঘাটতি কমানোয় সাহায্য করবে, বলে ট্রেজারির অভিমত৷

জার্মানি শুধু ইউরো এলাকার বৃহত্তম অর্থনীতিই নয়, ইউরো এলাকার প্রবৃদ্ধির পিছনে মুখ্য ‘মোটর'-ও বটে৷ সাম্প্রতিক ঋণ সংকটে ইটালি ও স্পেন যখন প্রভাবিত হয়েছে, তখন জার্মানির অর্থনৈতিক কর্মক্ষমতা প্রধানত রপ্তানির কারণেই অক্ষত থেকেছে৷ কাজেই সেজন্য এখন জার্মানিকে সমালোচনা করাটা ঠিক যুক্তিযুক্ত নয়, বলে বিশ্লেষকদের ধারণা৷

যুক্তরাষ্ট্রের তরফ থেকে জার্মান অর্থনীতির সমালোচনা বিরল বলে গণ্য হয়ে থাকে৷

এসি/ডিজি (এপি, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য