ইউরো ২০১২
২২ জুন ২০১২জার্মানি জিতছেই৷ এটা ধরে নিতে আর কোন আপত্তি নেই জার্মানদের৷ সমর্থকদের বা সকলেরই৷ কোচ ইওয়াখিম ল্যোভ মাথায় রাখছেন যে গ্রিস দলটা এ পর্যন্ত তাদের খেলায় ধারাবাহিকতা সেভাবে না দেখাতে পারলেও সাফ বুঝিয়ে দিয়েছে যে তাদের রক্ষণভাগ যথেষ্ট জমজমাট৷ তাই এ খেলাটা যে খুব সহজ হবেনা, তা সমর্থকরা মনে না রাখলেও কোচ মনে রেখেছেন৷
পাশাপাশি পোল্যান্ডের গডানস্ক বা ডানজিগ শহরে যেহেতু এই খেলাটি হবে, আর আয়োজক দেশ পোল্যান্ড এবারের ইউরোকাপ থেকে ইতিমধ্যেই ছিটকে গিয়েছে, অতএব আদতে পোল্যান্ডের মানুষ, জার্মানির দুই নামজাদা ফরোয়ার্ড মিরোস্লাভ ক্লোজে আর লুকাস পোডোলস্কিকে খেলাবার কথা ভাবা হচ্ছে৷ যাতে পোলিশ দর্শকরা কিছুটা হলেও আনন্দ পান আর সেইসঙ্গে ক্লোজে আর পোডলস্কির কারণে জার্মানি পোল্যান্ডের দর্শকদের সমর্থনটাও নিজেদের দিকে টেনে নিতে পারে৷
অন্য দুটো কোয়ার্টার ফাইনাল, শনিবারে ফ্রান্স বনাম স্পেন আর রবিবারে ইংল্যান্ড বনাম ইটালির খেলার প্রসঙ্গে প্রশ্নের জবাবে অরুণাভ-র জবাব প্রথমে ফ্রান্স আর স্পেনের খেলাটি নিয়ে৷ টুর্নামেন্ট শুরুর আগে বিশেষজ্ঞ অরুণাভ'র মনে হয়েছিল, এই দুটো দল ফাইনালে খেলবে৷ কিন্তু এখন দেখা যাচ্ছে, তারা কোয়ার্টার ফাইনালেই মুখোমুখি৷ ফ্রান্স হচ্ছে অরুণাভ'র মতে এই টুর্নামেন্টের ডার্ক হর্স৷ সুতরাং এ খেলাটা দারুণ হবেই৷ স্পেনের খেলার সিস্টেমটা অবাক করছে অরুণাভকে৷ ওরা এবার ৪-৬-০ স্ট্র্যাটেজিতে খেলছে৷ যেটা এ পর্যন্ত পৃথিবীতে কেউ খেলেনি৷ বলছেন অরুণাভ৷ মাঝে মধ্যে টোরেসকে খেলাচ্ছে, কখনও আবার না৷ কোন বিশেষ স্ট্রাইকার নেই৷ ফলে পুরো জিনিসটা বেশ চোখে পড়ার মত৷ স্পেনের দলটাকে অসাধারণ বলে অরুণাভ বলছেন, ইউক্রেনের বিরুদ্ধে খেলাটায় নিজেদের দলের তারুণ্য আর প্রতিভার প্রমাণ রেখেছে ফ্রান্স৷ সুতরাং, তারা তো আর ছেড়ে কথা বলবে না!
ইংল্যান্ড বনাম ইটালির খেলাটায় কী হবে? অরুণাভর জবাব, এটা পৃথিবীর কঠিনতম প্রশ্ন৷ দুটোই ব্যালান্সড দল, ইংলিশ দলটার বৈশিষ্ট্য হল ওদের এবার রুনি ছাড়া কোন তারকাই নেই৷ তাই যেকোন ঝুঁকি নিতে ওরা তৈরি৷ আর ইটালির আজুরি ফুটবলের জাদু তো আছেই৷ যা আবার দেখা যাবে রবিবার সন্ধ্যায়৷
সাক্ষাৎকার: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়
সম্পাদনা: জাহিদুল হক