1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানি: শরণার্থী শিবিরে বিস্ফোরণ, আগুন

৯ জুলাই ২০২৪

জার্মানিতে আশ্রয়প্রার্থীদের একটি আবাসস্থলে বিস্ফোরণ এবং অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে৷ পুলিশ একটি অগ্নিকাণ্ড নিয়ে তদন্ত করার সময়ই বিস্ফোরণটি ঘটে৷ এতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন৷ ঘটনাস্থল থেকে একটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷

https://p.dw.com/p/4i3RT
নর্ডহাইডের বুখোলজে একটি শরণার্থী শিবিরে সোমবার বিস্ফোরণ এবং অগ্নিকাণ্ড ঘটেছে বলে জানিয়েছে জার্মানির উত্তরাঞ্চলের পুলিশ৷
আশ্রয়কেন্দ্রটিতে প্রবেশের সময় গ্যাসোলিনের গন্ধ পেয়েছিল পুলিশ ছবি: Georg Wendt/dpa/picture alliance

নর্ডহাইডের বুখোলজে একটি শরণার্থী শিবিরে সোমবার বিস্ফোরণ এবং অগ্নিকাণ্ড ঘটেছে বলে জানিয়েছে জার্মানির উত্তরাঞ্চলের পুলিশ

দুপুরের দিকে অগ্নিকাণ্ডের তথ্য পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ৷ এক বিবৃতিতে তারা জানিয়েছে যে, দুই পুলিশ সদস্য ভবনটির দুই কর্মীকে সঙ্গে নিয়ে ভবনে প্রবেশ করেন৷ সেখানে তারা গ্যাসোলিনের গন্ধ পেয়েছিলেন৷

‘‘ভবনটিতে হঠাৎ বিস্ফোরণ ঘটে৷ ফলে পুরো ভবনে আগুন ধরে যায়৷ এতে অনেকে আহত হন, কয়েকজনের অবস্থা গুরুতর,'' জানিয়েছে পুলিশ৷

ভবনটি থেকে একটি মরদেহও উদ্ধার করা হয়েছে৷ তিনি নারী, তবে তার পরিচয় এখনো জানা যায়নি৷

পুলিশ আরো জানিয়েছে, আহতদের প্রয়োজন অনুযায়ী ঘটনাস্থলে এবং চিকিৎসাকেন্দ্রে চিকিৎসা দেয়া হয়েছে৷

পরিস্থিতি নিয়ন্ত্রণে সব দমকল কর্মী, উদ্ধারকারী দল এবং পুলিশ ঘটনাস্থলে মোতায়েন করা হয় বলেও পুলিশের তরফ থেকে জানানো হয়েছে৷

এআই/এসিবি (এএফপি, ইপিডি, ডিপিএ)