1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে অধ্যয়ন

৩০ জুলাই ২০১২

অধ্যয়নের জন্য ভর্তিই সব নয় - মূল লড়াইয়ের অর্ধেক অংশ এটি৷ শিক্ষার্থীদেরকে আরো যে বিষয়ের দিকে নজর দিতে হয়, তা হচ্ছে শিক্ষার জন্য অর্থের সংস্থান৷ জার্মানিতে এক্ষেত্রে শিক্ষাঋণ থেকে বৃত্তি পর্যন্ত বিভিন্ন সুযোগ রয়েছে৷

https://p.dw.com/p/15gMT
Bewerber warten am Freitag (03.07.2009) im Austria Center Vienna auf den Prüfungsbeginn des Eignungstests für das Medizinstudium an der Medizinische Universität Wien. Die Studenten in Deutschland haben in jüngster Zeit häufiger eine Auslandsstation im Studium eingelegt als früher. So waren 2006 rund 83.000 Studenten an einer Hochschule in einem anderen Land eingeschrieben - das waren sieben Prozent mehr als im Vorjahr. Das ergibt sich aus einer Studie, die der Deutsche Akademische Austauschdienst (DAAD) in Bonn zusammen mit dem Hochschul-Informations-System (HIS) in Hannover erstellt hat. Die meisten absolvieren einen Auslandsaufenthalt in Westeuropa: Dorthin zieht es drei Viertel (77 Prozent) der Austauschstudenten. Besonders beliebt sind die Niederlande (17 Prozent), Großbritannien (14,7 Prozent), Österreich (14,5 Prozent) und die Schweiz (10,8 Prozent). Photo: Georg Hochmuth/APA +++(c) dpa - Report+++
ছবি: picture-alliance/dpa

জার্মানিতে বিভিন্ন প্রতিষ্ঠান শিক্ষার্থীদেরকে অর্থ সহায়তা প্রদান করা হয়ে থাকে৷ তবে বৃত্তি গ্রহণে আগ্রহীদেরকে একটু বেশিই পরিশ্রম করতে হয়৷ এক্ষেত্রে শুধু বুদ্ধিমত্তা এবং গ্রেডই বিবেচ্য নয়, একইসঙ্গে আবেদনকারীর ব্যক্তিত্ব এবং সামাজিক যোগাযোগকে বিবেচনা করা হয়৷ বৃত্তি প্রদানকারী প্রতিষ্ঠানগুলো সাধারণত তাদের চাহিদা অনুযায়ী শিক্ষার্থী বাছাই করে থাকে৷

এছাড়া স্নাতক পর্যায়ের এবং উচ্চশিক্ষায় আগ্রহী বিদেশি শিক্ষার্থীদের জন্যও বিভিন্ন রকমের সহায়তা কার্যক্রম রয়েছে৷ এজন্য তথ্য সংগ্রহ এবং দ্রুত আবেদন অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ বিশেষ করে অর্থ সহায়তার জন্য আবেদনকারীর সংখ্যা অনেক হয়ে থাকে৷ তাই হাতে সময় থাকতে আবেদন করা জরুরী৷

সাম্প্রতিক বছরগুলোতে দেখা গেছে, মাত্র তিন শতাংশ জার্মান শিক্ষার্থী বৃত্তির আওতায় অধ্যয়নের সুযোগ পেয়ে থাকেন৷ তাই, শিক্ষার্থীদের উচিত অধ্যয়নের জন্য প্রয়োজনীয় অর্থ সংগ্রহের বিষয়ে অন্যান্য উপায়ের দিকেও নজর রাখা৷

শিক্ষাঋণ গ্রহণ

জার্মানির কিছু রাজ্যে টিউশন ফি চালু করায় আর্থিকভাবে অনেক শিক্ষার্থী বিপাকে পড়েছেন৷ শিক্ষার খরচ যোগাতে ব্যাচেলর এবং মাস্টার পর্যায়ের শিক্ষার্থীরা খণ্ডকালীন কাজ করতে বাধ্য হচ্ছেন৷ তবে এই বিষয়টির সুরাহায় রাজনীতিবিদ এবং অর্থনীতিবিদরা শিক্ষার্থীদের জন্য ব্যাংক ঋণের বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন৷

বিভিন্ন জার্মান ব্যাংক শিক্ষার্থীদেরকে অপেক্ষাকৃত কম সুদে শিক্ষাঋণ প্রদান করছে৷ পরিসংখ্যান বলছে, বিশ্ববিদ্যালয় স্নাতকরা সাধারণত দীর্ঘদিন বেকার থাকেন না এবং তারা দ্রুত ঋণের টাকা পরিশোধে সক্ষম৷

Universität Pristina
ছবি: Mimoza Cika Kelmendi

তবে যারা শিক্ষাঋণ নিতে আগ্রহী, তাদের উচিত বিভিন্ন ব্যাংকে খোঁজখবর নেওয়া৷ কেননা, ব্যাংকভেদে সুদের হারে তারতম্য রয়েছে৷

বাফুগ্: রাষ্ট্র সমর্থিত শিক্ষাঋণ

সরকারও শিক্ষার্থীকে শিক্ষাঋণ প্রদান করে, তবে সেটা নির্ভর করে শিক্ষার্থীর অভিভাবকদের আয়ের উপর৷ আইন অনুযায়ী, যেটি বাফুগ্ নামে পরিচিত, একজন শিক্ষার্থী প্রতিমাসে ৬৫০ ইউরো পর্যন্ত ঋণ পেতে পারেন৷ এই অর্থের অর্ধেক হচ্ছে সুদমুক্ত ঋণ, আর বাকি অর্ধেক হচ্ছে অনুদান যা কখনো ফেরত দিতে হবে না৷

সকল জার্মান শিক্ষার্থী বাফুগ্'এর জন্য আবেদন করতে পারবে৷ তবে বিদেশ থেকে আসা শিক্ষার্থীদের ক্ষেত্রে কিছু নিয়মনীতি প্রযোজ্য, বিশেষ করে কতদিন ধরে এবং কেন তারা জার্মানিতে অবস্থান করছেন সেগুলো ঋণ প্রদানের ক্ষেত্রে বিবেচনা করা হয়৷ যারা বাফুগ্'এর সহায়তা পাবেন কিনা সে সম্পর্কে নিশ্চিত নন, তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংঘে যোগাযোগ করতে পারেন৷

বৃত্তির পরিমাণ

জার্মানিতে বৃত্তি প্রদানের ক্ষেত্রে একজন শিক্ষার্থীর বসবাসের খরচ হিসেবে করা হয়৷ তবে যারা অধ্যয়নের পাশাপাশি কাজ করতে আগ্রহী, তাদেরকে অবশ্যই বিষয়টি বৃত্তি প্রদানকারী প্রতিষ্ঠানকে জানাতে হয়৷ সেক্ষেত্রে কাজের মাধ্যমে অর্জিত অর্থের সমপরিমাণ অর্থ বৃত্তি থেকে বাদ দেওয়া হয়৷

রাজনৈতিক ফাউন্ডেশন

জার্মানির রাজনৈতিক দলগুলো অনুধাবন করতে পেরেছে যে, আজকের শিক্ষার্থীরা ভবিষ্যতের নীতি-নির্ধারক৷ ফলে আন্তর্জাতিক শিক্ষার্থী এবং ডক্টরেট প্রার্থীদেরকে অর্থ সহায়তা প্রদানে আগ্রহী জার্মান রাজনীতিবিদরা৷ কারণ যারা জার্মানিতে অধ্যয়ন করবেন, তারা জার্মান প্রতিষ্ঠান এবং সংগঠন সম্পর্কে আরো বেশি ধারণা অর্জন করবেন৷

মেধাবী শিক্ষার্থীরা বিশেষত রাজনৈতিক ফাউন্ডেশন থেকে শিক্ষা বিষয়ক অর্থ সহায়তা পেতে পারেন৷ এক্ষেত্রে অবশ্য প্রার্থীর সামাজিক যোগাযোগের অতীত ক্ষমতা এবং অধ্যয়নের পর নিজের দেশে ফিরে গিয়ে তা কাজে লাগানোর আগ্রহের বিষয়টিও বিবেচনা করা হয়৷

অর্থ সহায়তা বিষয়ক ওয়েবসাইট

জার্মান ছাত্র সংঘের জোট স্কলারশিপ বিষয়ক বিভিন্ন সহায়ক তথ্য তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছে৷ এছাড়া জার্মান একাডেমী এক্সচেঞ্জ সার্ভিস বা ডিএএডি'র ওয়েবসাইটেও এই সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যাবে৷

প্রসঙ্গত, জার্মানিতে উচ্চশিক্ষা বিষয়ে ডয়চে ভেলের বাংলা বিভাগের ওয়েবসাইটেও রয়েছে বিশেষ আয়োজন৷ dw.de/bengali ঠিকানায় জার্মানির বিভিন্ন বিশ্ববিদ্যালয় সম্পর্কে বাংলা ভাষায় বিস্তারিত তথ্য এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ লিংক রয়েছে৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম
সম্পাদনা: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য