জার্মানিতে আক্রান্ত এসপিডি সেনেটর
৮ মে ২০২৪বার্লিনের পাবলিক প্রসিকিউটারের অফিস মঙ্গলবার রাতে জানিয়েছে, এক ব্যক্তি হঠাৎ পিছন থেকে এসে সাবেক মেয়রের মাথায় ও ঘাড়ে একটি ভারি ব্যাগ দিয়ে মারে। ব্যাগের মধ্যে শক্ত কোনো জিনিস ছিল। ঘটনাটি ঘটেছে একটি লাইব্রেরিতে।
পুলিশ এখন ঘটনাটি তদন্ত করে দেখছে। তারা জানিয়েছে, গিফাই তার মাথা ও ঘাড়ে ব্যথার চিকিৎসা করতে একটি হাসপাতালের ওপিডি-তে যান। তাকে চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়।
বার্লিনের ত্রীড়া বিষয়ক সেনেটর আইরিস স্প্র্যাঙ্গার এই আক্রমণের তীব্র নিন্দা করেছেন। তিনি বলেছেন, রাষ্ট্র ও ফেডারেল পুলিশ রাজনীতিকদের সুরক্ষা দেয়ার জন্য যথাসাধ্য করছে। গতকাল স্বরাষ্ট্র মন্ত্রীদের সম্মেলনে এটা ঠিক হয়েছে, হেট স্পিচ ও ভুয়া তথ্যের হাত থেকে গণতন্ত্রকে বাঁচাতে হবে। রাজনীতিকদের এই ধরনের আক্রমণের হাত থেকে বাঁচাতে হবে। তাহলেই গণতন্ত্র বাঁচবে।
রাজনীতিকদের উপর আক্রমণ
গিফাইয়ের আগেও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ম্যাথিয়াস একে এবং গ্রিন পার্টির এক সদস্য আক্রান্ত হয়েছেন। পুলিশ জানিয়েছে, একে ড্রেসডেনে ইইউ-র ইলেকশন পোস্টার দেখাচ্ছিলেন, তখন চারজন তাকে আক্রমণ করে। জার্মানিতে রাজনীতিকদের উপর আক্রমণের ঘটনা বাড়ায় পুলিশ চিন্তিত।
জিএইচ/এসজি(এএফপি, ডিপিএ)