1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে মহাজোট গড়ার প্রস্তুতি

এসবি/ডিজি (ডিপিএ, রয়টার্স)২৭ নভেম্বর ২০১৭

গত সপ্তাহেই ইঙ্গিত স্পষ্ট হয়ে গিয়েছিল৷ জার্মানিতে আবার মহাজোট সরকার গড়ার ক্ষেত্রে চলতি সপ্তাহে আরও অগ্রগতির সম্ভাবনা দেখা যাচ্ছে৷ চ্যান্সেলর ম্যার্কেলের ইউনিয়ন শিবির ও এসপিডি দলের মধ্যে জোরালো প্রস্তুতি চলছে৷

https://p.dw.com/p/2oJ9g
সিডিইউ দলের নেতাদের আলোচনায় আঙ্গেলা ম্যার্কেল
ছবি: picture-alliance/dpa/J. Carstensen

নির্বাচনের ফলাফল জানার পর থেকে এসপিডি দল বিরোধী আসনে বসার জন্য বদ্ধপরিকর ছিল৷ শেষ পর্যন্ত জার্মান প্রেসিডেন্টের সঙ্গে আলোচনার পর দলের শীর্ষ নেতা মার্টিন শুলৎস মহাজোট সরকারে যোগ দেবার সম্ভাবনা মেনে নেন৷

তবে ইউনিয়ন শিবিরের সঙ্গে বোঝাপড়া হলে দলের সদস্যদের মত নিয়েই তিনি এই পথে এগোবেন বলে জানিয়েছেন৷ অর্থাৎ সদস্যরা ভোটাভুটিতে এই সিদ্ধান্তের বিরোধিতা করলে এসপিডি সরকারে যোগ দেবে না৷ আগামী ৭ থেকে ৯ই ডিসেম্বর বার্লিনে দলের জাতীয় সম্মেলনে সম্ভাব্য মহাজোট সরকারের রূপরেখা নিয়ে আলোচনা হবে৷

চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল শুরু থেকেই আবারমহাজোট সরকার গড়তে চেয়েছিলেন৷ কিন্তু এসপিডি দল যেভাবে শুরুতেই সেই সম্ভাবনা উড়িয়ে দিয়েছিল, তার ফলে তাঁকে বাধ্য হয়ে এফডিপি ও সবুজ দলের সঙ্গে আলোচনা শুরু করতে হয়েছিল৷ সেই আলোচনা বিফল হবার পর আবার মহাজোট সরকারের তোড়জোড় চলছে৷

রবিবার সিডিইউ দলের নেতারা আনুষ্ঠানিকভাবে মহাজোট গড়ার সম্ভাবনাকে স্বাগত জানালেন৷ সংখ্যালঘু সরকারের চেয়ে স্থিতিশীল সরকার গড়ার পক্ষে সওয়াল করেছে ম্যার্কেলের দল৷ এমনকি বাভেরিয়ায় সহযোগী সিএসইউ দলও মহাজোটের পক্ষে সওয়াল করেছে৷

প্রাথমিক প্রস্তুতির পর এবার দরকষাকষির পালা৷ মহাজোট সরকারে যোগ দেবার অপ্রিয় সিদ্ধান্তের ‘ক্ষতিপূরণ' হিসেবে এসপিডি দলের কয়েকজন নেতা কঠিন শর্ত চাপানোর কথা বলছেন৷ অন্যদিকে ইউনিয়ন শিবিরের কিছু নেতা এসপিডি দলকে সতর্ক করে দিয়ে বলেছেন, বর্তমান দুর্বলতার সুযোগ নিয়ে তারা যদি ‘অন্যায্য' শর্ত চাপানোর চেষ্টা করে, তার পরিণাম ভালো হবে না৷ বার্লিনে এসপিডি সম্মেলনের পরেই ইউনিয়ন শিবির আলোচনার কৌশল স্থির করবে বলে জানিয়েছে৷

জার্মান প্রেসিডেন্ট ফ্রাংক-ভাল্টার স্টাইনমায়ার চলতি সপ্তাহেও ছোট-বড় নানা রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাবেন৷ নতুন নির্বাচন এড়িয়ে স্থিতিশীল সরকার গঠনের লক্ষ্যে সব দলই যাতে দায়িত্বশীল ভূমিকা পালন করে, তিনি সেটা নিশ্চিত করতে চান৷

এসবি/ডিজি (ডিপিএ, রয়টার্স)