জার্মানিতে ইউক্রেনের ডাক্তারদের প্রশিক্ষণ
৬ ফেব্রুয়ারি ২০২৩জার্মানির পশ্চিমাঞ্চলের বোখুম শহরের ইউনিভার্সিটি হাসপাতালে গুরুতর অবস্থায় ইউক্রেনের একজন মৃত্যুর সাথে লড়ছে৷ নিবিড় পরিচর্যা বিভাগে ইউক্রেনের দুজন ডাক্তার তাদের পর্যবেক্ষণ করছেন৷ সাথে আছেন জার্মান কয়েকজন সহকর্মী৷ রোগীর অবস্থা ও তার চিকিৎসা সম্পর্কে ইউক্রেনের ডাক্তাররা অনেক কিছু জানতে চাচ্ছেন৷ তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছেন জার্মান সহকর্মীরা৷
তাদের একজন তেতিয়ানা বুরিয়াক আর অন্যজন দিমিত্রো সাদিরাকা৷ বুরিয়াক ডিনিপ্রো শহর ও সাদিরিকা রাজধানী কিয়েভ থেকে এসেছেন৷ দুজনই ইউক্রেন যুদ্ধে আহত ও অন্যান্য গুরুতর পোড়া রোগীদের চিকিৎসা দিয়ে আসছিলেন৷
গত বছর জার্মান স্বাস্থ্যমন্ত্রী কার্ল লোটারবাস ইউক্রেন সফরের পর প্রতিষ্ঠিত এক হাসপাতাল কর্মসূচির সুবিধা নিতে বোখুমে আসা ইউক্রেনীয় চিকিৎসকদের তৃতীয় দম্পতি হচ্ছেন তারা৷ সফরের সময় জার্মান মন্ত্রী আহতদের সাহায্যের জন্য আরও কিছু করার অঙ্গীকার করেছিলেন৷
এই কর্মসূচির উদ্দেশ্য ছিল ইউক্রেনে গুরুতর আহত রোগীদের চিকিৎসা করেছে এমন সব ডাক্তারের সঙ্গে জার্মান বিশেষজ্ঞরা দক্ষতা ভাগভাগি৷ কিয়েভের সিটি ক্লিনিক্যাল হসপিটালের বার্ন সেন্টার থেকে ইতিমধ্যে অনেক ডাক্তারকে ইন্টার্নশিপের জন্য জার্মানিতে পাঠিয়েছে৷
২০২২ সালের শেষ পর্যন্ত ৩০ ইউক্রেনীয় ডাক্তার এতে অংশ নিয়েছেন৷ এ বছরের জানুয়ারিতে আরও ১০ জন এসেছেন৷
তবে বোখুম একমাত্র শহর নয় যেখানে ইউক্রেন থেকে এসে ইন্টার্নশিপ করতে পারে এবং অধিকতর প্রশিক্ষণ নিতে পারে৷ লুডভিগশাফেন, ডুইসবার্গ, হালে, হামবুর্গ, মুরনাউ এবং টুবিঙ্গেনের ক্লিনিকগুলোতেই অভিজ্ঞতা বিনিময়ের জন্য তারা যোগ দিচ্ছেন৷
বুরিয়াক বলেন, তার সার্জন সহকর্মীরা তার আগে জার্মানিতে প্রশিক্ষণ নিয়েছিলেন, তারা ইতিমধ্যে তাদের নতুন জ্ঞানকে কাজে লাগাচ্ছেন৷
দানিলো বিলেক/একেএ