1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে একদিনে করোনা সংক্রমণের নতুন রেকর্ড

৬ নভেম্বর ২০২০

জার্মানিতে গত ২৪ ঘণ্টায় ২১ হাজার ৫০৬ জন করোনা সংক্রমিত হয়েছেন বলে জানিয়েছে রবার্ট কখ ইনস্টিটিউট, যা একটি রেকর্ড৷ মারা গেছেন ১৬৬ জন৷ সবমিলিয়ে মৃত্যুর সংখ্যা ১১ হাজার ০৯৬ জন৷

https://p.dw.com/p/3kxht
Deutschland | Coronavirus | Maskenpflicht auf Straßen
ছবি: Martin Meissner/AP Photo/picture-alliance

এদিকে, সংক্রমণ বাড়ছে ইউরোপের অন্য দেশগুলোতেও৷

ইউরোপে করোনা সংক্রমণের হার মারাত্মক আকার ধারণ করছে৷ মৃত্যুর হার বেড়ে যাওয়ায় ইউরোপের সামনে কঠিন সময় আসবে বলে সতর্ক করে দিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপের পরিচালক হান্স ক্লুগে৷ তিনি সবাইকে এক সাথে কাজ করার আহ্বান জানিয়েছেন৷

ব্রিটেন: ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ইংল্যান্ডে সংক্রমণের হার কমাতে দ্বিতীয় লকডাউনের পাশাপাশি সকলকে একসাথে করোনা মোকাবেলার আহ্বান জানিয়েছেন৷ বাড়িতে থাকা এবং পুনরায় দোকানপাট চার সপ্তাহের জন্য বন্ধ রাখার কথা বলেছেন৷

সুইডেন: প্রধানমন্ত্রী স্টেফান লোভেন স্বেচ্ছায় কোয়ারেন্টিনে আছেন৷ তিনি নিজের ফেসবুকে সুইডেনে করোনা ভাইরাসে মৃত্যুর সংখ্যা ছয় হাজারের বেশি, এই তথ্য জানিয়ে সবাইকে সতর্ক থাকার অনুরোধ করেছেন৷ 

গ্রিস: এ সপ্তাহে সংক্রমণের হার ব্যাপক বেড়ে যাওয়ায় বৃহস্পতিবার থেকে তিন সপ্তাহের জন্য দেশব্যাপী আবারো লকডাউন দেওয়া হয়েছে৷

ডেনমার্ক: ১২ জন করোনা আক্রান্তের খবর পাওয়া গেছে যাদের সংক্রমণের উৎস মিংক জন্তু৷ যে কারণে ডেনমার্ক উত্তর-পূর্বাঞ্চলে কঠোর বিধিনিষেধ ঘোষণা করা হয়েছে৷ প্রধানমন্ত্রী মেট ফ্রেডেরিকসেন উত্তর জটল্যান্ডের সাতটি অঞ্চলের মানুষকে করোনা পরীক্ষা করাতে এবং বাড়িতে থাকার অনুরোধ করেছেন এবং ঝুঁকিপূর্ণ এলাকা থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন৷

নরওয়ে: ইউরোপের সর্বনিম্ন সংক্রমণের দেশ হলেও সেখানে গত সপ্তাহে সংক্রমণের হার অনেক বেড়ে গেছে৷ ফলে নরওয়ের প্রধানমন্ত্রী এর্না সলবার্গ জনগণকে অভ্যন্তরীণ ভ্রমণ এড়াতে এবং বাড়িতে থাকার অনুরোধ করেছেন৷

শ্রীলঙ্কা: কারফিউ তুলে নেওয়ার পদক্ষেপ গ্রহণ করেছে৷ তবে বলা হয়েছে করোনার বিস্তার রোধে সবাইকে নিজে থেকেই সতর্ক ও সাবধান থাকতে হবে৷

ভারত: গত বৃহস্পতিবার ৫০ হাজারের বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং রাজধানী দিল্লিতেও সংক্রমণের হার অনেক বৃদ্ধি পেয়েছে৷ স্বাস্থ্য মন্ত্রণালয় গত ২৪ ঘণ্টায় আরও ৭০৪ জনের প্রাণহানির খবর জানিয়েছে৷ ফলে ভারতের মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২৪,৩১৫-তে৷

যুক্তরাষ্ট্র: অ্যামেরিকায় বৃহস্পতিবার নতুন সংক্রমণের সংখ্যা প্রায় এক লাখ ছাড়িয়ে নতুন রেকর্ড করেছে৷ বিশ্বব্যাপী করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটি৷ মোট আক্রান্তের সংখ্যা ৯৪,৮৮,২৭৬৷ মারা গেছেন ২,৩৩,৭৩৪ জন৷

এনএস/জেড এইচ (এএফপি, এপি, রয়টার্স)