1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে কড়াকড়ির মেয়াদ আরও এক সপ্তাহ বাড়লো

৩০ এপ্রিল ২০২০

রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে আলোচনার পর জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল আপাতত ১০ই মে পর্যন্ত কড়াকড়ির মেয়াদ বাড়ানোর ঘোষণা করলেন৷ আগামী ৬ই মে বিধিনিষেধ শিথিল করার বিষয়ে আরও সিদ্ধান্ত নেওয়া হবে৷

https://p.dw.com/p/3bcfz
জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল
ছবি: Getty Images/AFP/K. Nietfeld

করোনা সংকটের মাঝে দীর্ঘমেয়াদী পূর্বাভাষ দেওয়া অসম্ভব৷ তাই বেশিরভাগ দেশের মতো জার্মানির সরকারও কিছুদিন পরপর পরিস্থিতি পর্যালোচনা করে পদক্ষেপ নিচ্ছে৷ বৃহস্পতিবারও চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল জার্মানির ১৬টি রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে আলোচনা করে কিছু সিদ্ধান্ত নিয়েছেন৷

আগামী ৪ঠা মে থেকে দেশজুড়ে কিছু বিধিনিয়ম শিথিল করার সিদ্ধান্ত সপ্তাহ দুয়েক আগেই নেওয়া হয়েছিল৷ আপাতত তাতে কোনো উল্লেখযোগ্য পরিবর্তন করা হচ্ছে না৷ তবে কড়াকড়ির মেয়াদ এবার মাত্র আরও এক সপ্তাহ – অর্থাৎ ১০ই মে পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ফেডারেল ও রাজ্য সরকারগুলি৷ আগামী ৬ই মে আরও আলোচনার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে৷ আগামী পর্যায়ে আরও কিছু বিধিনিয়ম শিথিল করার জন্য বিভিন্ন মহল থেকে সরকারের উপর চাপ বাড়ছে৷ পরিস্থিতি বিবেচনা করে আগামী সপ্তাহে সম্ভবত এমনই কিছু সিদ্ধান্ত নেওয়া হবে৷ আরও কিছুদিন পর আলোচনার পর হোটেল-রেস্তোরাঁ ও পর্যটনের ক্ষেত্রে কিছু ছাড় দেওয়া হতে পারে৷ মোটকথা সংক্রমণের গতিপ্রকৃতির উপর সবকিছু নির্ভর করছে

জার্মানির অনেক রাজ্যই কড়াকড়ির প্রশ্নে ‘একলা চলো রে' নীতি অনুসরণ করে চলেছে৷ স্কুল ও দোকানবাজার খোলার প্রশ্নে ভিন্ন গতির পর উপাসনালয়ে প্রার্থনার ক্ষেত্রেও এমন সিদ্ধান্ত দেখা যেতে পারে৷ শিশুদের প্লেগ্রাউন্ড, চিড়িয়াখানা ও মিউজিয়ামও ধাপে ধাপে খোলা হবে৷ তবে সব ক্ষেত্রেই সামাজিক ব্যবধানের নিয়ম মেনে চলতে হবে৷

করোনা সংক্রমণ মোকাবিলার প্রশ্নেও জার্মানির সরকার নতুন করে ভাবনাচিন্তা করছে৷ আরও বেশি মানুষ প্রকাশ্যে বের হবার ফলে যারা আক্রান্তদের সংস্পর্শে এসেছেন, তাঁদের দ্রুত চিহ্নিত করে খবর দেবার চেষ্টা চলছে৷ করোনায় আক্রান্তদের জন্য হাসপাতালে যে সব বেড প্রস্তুত রাখা হয়েছে, সেগুলি অন্যান্য রোগীদের জন্য ছেড়ে দেবার কথাও হচ্ছে৷

এসবি/কেএম