জার্মানিতে ১৩ পুলিশ আহত
২১ ডিসেম্বর ২০২১আহত এক পুলিশ সদস্যকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল৷ ১৩ জন বিক্ষোভকারীকে আটক করার কথা জানিয়েছে পুলিশ৷
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই বিক্ষোভ আয়োজনের চেষ্টা করায় পুলিশ বাধা দেয়৷
এদিকে মেকলেনবুর্গ-ফোরপোমান রাজ্যের ২০টি শহরে প্রায় ১৭ হাজার মানুষ সোমবার বিক্ষোভ করেন বলে পুলিশ জানিয়েছে৷ এই সংখ্যা সপ্তাহখানেক আগের তুলনায় প্রায় দ্বিগুন৷
রাজ্যের গুরুত্বপূর্ণ শহর রস্টকে সোমবার সন্ধ্যার বিক্ষোভে প্রায় ১০ হাজার মানুষ অংশ নেন৷ তাদের হাতে থাকা প্ল্যাকার্ডে বিভিন্ন বক্তব্য লেখা ছিল৷ যেমন ‘আমরা টিকা বাধ্যতামূলক করতে আগ্রহী নই', ‘করোনা সন্ত্রাস' ইত্যাদি৷ বিক্ষোভকারীদের অনেকেই মাস্ক পরেননি এবং সামাজিক দূরত্ব মানেননি বলে জানিয়েছে পুলিশ৷
নতুন বিধিনিষেধ
জার্মানিতে করোনার পঞ্চম ঢেউ ঠেকাতে নতুন বিধিনিষেধ নিয়ে আলোচনা করতে মঙ্গলবার বৈঠক ডেকেছে জার্মান সরকার৷ বড়দিনের পর ২৮ ডিসেম্বর থেকে এই বিধিনিষেধ চালু হতে পারে৷
টিকাপ্রাপ্ত ও করোনা থেকে সেরা ওঠা ব্যক্তিদের ক্ষেত্রে ব্যক্তিগত পর্যায়ে একসঙ্গে মিলিত হওয়ার সংখ্যা সর্বোচ্চ ১০ করতে চাইছে সরকার৷ ঘরের ভেতর এবং বাইরে সবখানেই এই নিয়ম প্রযোজ্য হতে পারে৷ ১৪ বছরের কমবয়সি শিশুদের এই নিয়মের আওতার বাইরে রাখার কথা ভাবা হচ্ছে৷
জার্মানিতে এখন পর্যন্ত ৭০.৩ শতাংশ মানুষ করোনার সব ডোজ টিকা নিয়েছেন৷ বুস্টার ডোজ নিয়েছেন প্রায় ৩১.৫ শতাংশ মানুষ৷
জার্মানির স্থানীয় সময় সোমবার সকাল ১০টায় প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় ১৬ হাজার ৮৬ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন৷ মারা গেছেন ১১৯ জন৷
জন সিল্ক/জেডএইচ (ডিপিএ)