1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে করোনায় মৃত্যু হাজার ছাড়ালো

৩ এপ্রিল ২০২০

সরকারি স্বাস্থ্য সংস্থা রবার্ট কখ ইনস্টিটিউটের হিসেবে জার্মানিতে এখন করোনায় মৃতের সংখ্যা এক হাজার ১৭ জন৷ গত ২৪ ঘণ্টায় ১৪৫ জন বেড়েছে৷

https://p.dw.com/p/3aOTW
ছবি: picture-alliance/AP Photo/A. Heimken

শুক্রবার প্রকাশিত এই হিসেব বলছে, দেশটিতে বর্তমানে আক্রান্তের সংখ্যা ৭৯ হাজার ৬৯৬ জন৷ গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তের সংখ্যা বেড়েছে ছয় হাজার ১৭৪ জন৷

এদিকে, জার্মানির ‘স্যুডডয়চে সাইটুং’ পত্রিকাকে রবার্ট কখ ইনস্টিটিউট জানিয়েছে, এখন পর্যন্ত প্রায় ২,৩০০ হাসপাতাল কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন৷

করোনার বিরুদ্ধে লড়তে সরকারকে সহায়তার জন্য ১৫ হাজার সেনা প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে জার্মানির সামরিক বাহিনী৷ ডাক পড়ার ১২ থেকে ৭২ ঘণ্টার মধ্যে তাঁদের মোতায়েন করা সম্ভব হবে বলে জানিয়েছেন এক মুখপাত্র৷ 

অবশ্য প্রতিরক্ষামন্ত্রী আনেগ্রেট ক্রাম্প-কারেনবাউয়ার বলছেন, ভাইরাস নিয়ে কাজ করার জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা সামরিক বাহিনীর নেই৷ 

Deutschland Angela Merkel
আঙ্গেলা ম্য়ার্কেলছবি: Reuters/M. Kappeler

ম্যার্কেলের দলের জনপ্রিয়তা বেড়েছে 

করোনা ভাইরাস মোকাবিলায় জার্মান সরকারের নেয়া পদক্ষেপে সন্তুষ্ট অধিকাংশ নাগরিক৷ ফলে চ্যান্সেলর আঙ্গেলা ম্য়ার্কেলের সিডিইউ দল ও বাভারিয়া রাজ্যে তাদের সঙ্গী দল সিএসইউ-র জনপ্রিয়তা এক মাস আগের তুলনায় সাত শতাংশ বেড়ে ৩৪ হয়েছে৷ সরকারি প্রচারমাধ্যম এআরডির এক জরিপে এই তথ্য জানা গেছে৷

এদিকে, ইসলাম ও অভিবাসনবিরোধী দল এএফডির সমর্থন দুই শতাংশ কমে ১০ হয়েছে৷

করোনার গতি কমাতে ২৩ মার্চ থেকে জার্মানিতে চলাফেরায় সামাজিক দূরত্ব বজায় রাখতে বলা হয়েছে৷ দুইজনের বেশি মানুষ একসঙ্গে বাইরে বের হতে নিষেধ করা হয়েছে৷ তবে পরিবারের সদস্য ও একই ফ্ল্যাটে বসবাসকারী সদস্যদের জন্য এই নিয়ম প্রযোজ্য নয়৷

জরিপে অংশ নেয়া ৯৩ শতাংশ নাগরিক সরকারের এসব সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়েছেন৷

জেডএইচ/এসিবি (রয়টার্স, ডিপিএ) 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান