কোকেন প্রবেশের হার বাড়ছে
২৮ ডিসেম্বর ২০১৮স্পেনের বন্দর নগরী আলজিয়ার্স কোকেন পাচারের সাম্রাজ্য হয়ে উঠেছে চলতি বছরে৷ এই বন্দর নগরীতে দক্ষিণ অ্যামেরিকা থেকে আসা কোকেনের সর্বোচ্চ চালান ধরা পড়েছে সম্প্রতি৷ কলার ক্যারেটে আসে ৯ টন কোকেন৷ সেই চালানটি জার্মানির দিকেই আসছিল৷
জার্মান কাস্টম পুলিশ এই চালান পাচারকে ‘দক্ষিণ অ্যামেরিকার সুনামি' বলে আখ্যায়িত করেছে৷ জার্মান গণমাধ্যম এনডিআরকে দেওয়া সাক্ষাৎকারে জার্মান ফেডারেল পুলিশ জানায়, প্রতি বছরই কোকেনের চালান বাজেয়াপ্তের পরিমাণ বাড়ছে৷ এ বছর এটি অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে৷
ফেডারেল পুলিশ প্রকাশিতব্য একটি প্রতিবেদনের তথ্য উল্লেখ করে জানায়, শুধুমাত্র নভেম্বর মাসে ৬০৮ টন কোকেন সারা বিশ্বে জব্দ করা হয়েছে৷ অথচ ২০১৭ সালে সারা বিশ্বে কোকেন জব্দের পরিমাণ ছিল ৬৩৯ টন৷
জার্মান ফেডারেল ক্রাইম টিমের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অংশের প্রধান ক্রিশ্চিয়ান হপ বলেন, কোকেন পাচারের হার বাড়ার কারণ হচ্ছে উৎপাদন বৃদ্ধি৷ কলম্বিয়া, বলিভিয়া ও পেরুতে অধিক মাত্রায় কোকেন উৎপন্ন হচ্ছে৷
ইউরোপিয়ান মনিটরিং সেন্টার ফর ড্রাগস অ্যান্ড ড্রাগ অ্যাডিকশন কর্তৃপক্ষ জানিয়েছে, কোকেনের সরবরাহ বাড়ছে, কিন্তু দাম আগের মতোই আছে৷ তবে পাইকারি বিক্রেতাদের কাছে কোকেনের দাম কমেছে৷ এতে করে পাইকারি ও খুচরা বাজারের মধ্যে সহিংস সংঘাত অবশ্যম্ভাবী বলে জানিয়েছে সংস্থাটি৷ তারা আরো জানায়, কোকেন পাচারকে কেন্দ্র করে, হত্যাকাণ্ড, অপহরণ, পুলিশের ওপর হামলা ও কাস্টমস কর্মকর্তাদের জিম্মি করা নিত্যদিনের ঘটনা৷
ভল্কমার কাবিশ, জ্যান লুকাস স্ট্রসিচ ও বেনেডিক্ট স্ট্রুনৎস/এফএ