জার্মানিতে গোপনীয়তা নিয়ে উদ্বেগ: ফেসবুকে ফ্রেন্ড ফাইন্ডারে পরিবর্তন
২৫ জানুয়ারি ২০১১ফেসবুকের গোপনীয়তা এখন যে পর্যায়ে রয়েছে বিশেষজ্ঞরা বলছেন, তা যথেষ্ট নয়৷ আর এই কারণেই এই পদক্ষেপ৷ জার্মানির হামবুর্গের প্রাইভেসি কমিশনার ইয়োনেস ক্যাসপার, এই ব্যাপারে জরিমানা আদায়ের চেষ্টা শুরু করার পরে ফেসবুক শেষ পর্যন্ত তাদের ‘ফ্রেন্ড ফাইন্ডার'-এ পরিবর্তন আনতে রাজি হয়েছে৷ ‘ফ্রেন্ড ফাইন্ডার'-এ ঢুকতে হলে ব্যাবহারকারীদেরকে তাদের সাইটে ই-মেইলের ঠিকানা লিখতে হয় এবং শুধুমাত্র তখনই ফেসবুক তাদেরকে নেটওয়ার্কে আমন্ত্রণ জানিয়ে থাকে৷
সোমবারের হিসেব অনুযায়ি জার্মানিতে ফেসবুকের সদস্য সংখ্যা দশ মিলিয়ন৷ নিজেদের ব্যক্তিগত ঠিকানার ব্যাপারে ব্যবহারকারীদেরকে আরো নিয়ন্ত্রণ আরোপের ব্যাবস্থা করে দিয়েছে এখন ফেসবুক৷ শুধু তাই নয়, যারা ব্যবহারকারী নয় তাদের কাছে ফেসবুকের ই-মেইল গোপন রাখার বিষয়টিও রয়েছে এই পরিবর্তনের মধ্যে৷
ডয়চে ভেলেকে দেওয়া এক সাক্ষাতকারে ক্যাসপার বলেন, ‘‘যারা ব্যবহারকারী নন তারা এখন ভেটো দিতে পারবে৷ বিভিন্ন ই-মেইল পাবার পরে বহু মানুষ এর আগে অভিযোগ করেছেন এবং আশ্চর্য হয়েছেন যে, কী ভাবে ফেসবুক তাদের বন্ধুত্ব এবং কর্মকান্ড সম্পর্কে জানতে পারে৷''
সামাজিক যোগাযোগ মাধ্যমের কাছ থেকে কোন্ ই-মেইল ঠিকানায় ফেসবুক ব্যবহারকারীরা ই-মেইল পেতে চান, তা এখন তারা নিজেরা পছন্দ করে দিতে পারবে৷
প্রতিবেদন: ফাহমিদা সুলতানা
সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী