জার্মানিতে ছাদে সবজি চাষ
১১ জানুয়ারি ২০১২যাতে সাধারণ জনগণ প্রার্থীদের নেতিবাচক দিকগুলো জানতে পারবে এবং অসৎ এবং অযোগ্য প্রার্থীরা নির্বাচনে জয়ী হতে না পারে৷ ঝাকুনীপাড়া, কুমিল্লা থেকে জানিয়েছেন শ্রোতাবন্ধু মাহফুজুর রহমান৷
আশা ও বিশ্বাস ভাল আছেন৷ আজকে ওয়েবসাইটে দেখলাম ভারতীয় বাংলা চলচ্চিত্র বাংলাদেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তির কথা৷ আমি মনে করি এটির মাধ্যমে আমাদের চলচ্চিত্র নামক শিল্পকে আমরা গলা টিপে মেরে ফেলছি৷ তাই অতিরিক্ত লাভের আশায় ভিনদেশি চলচ্চিত্র আমাদের প্রেক্ষাগৃহে প্রদর্শন করে দেশীয় চলচ্চিত্র শিল্পের ও শিল্পীদের সাথে অবমাননা করা হচ্ছে৷ যেটা কখনও উচিত নয়৷ ভারত যদি পারে ভাল চলচ্চিত্র তৈরি করতে তাহলে আমরাও পারবো৷ ভাল চলচ্চিত্র তৈরি করতে কোথায় গলদ সেটা সম্পর্কে আগে নিশ্চিত হতে হবে৷ যেটা আমরা সবসময় কামনা করি৷ তাই আমি বলবো দুধের সাধ কি ঘোলে মেটানো সম্ভব? ধন্যবাদান্তে সজল রঞ্জন ঘোষ, সন্ধ্যা মেমোরিয়াল ডি-এক্সিং ক্লাব, কপিলমুণি, খুলনা৷
সকালের অনুষ্ঠানে দেবের সাক্ষাৎকার ভালো লেগেছে, আমরা খুবই উপভোগ করেছি৷ অনেক ধন্যবাদ ডয়চে ভেলেকে এই সুন্দর আয়োজনের জন্য৷ মন্তব্য দৌলতপুর, দক্ষিণ দিনাজপুর থেকে রতন কুমার পালের৷
তিস্তা কলেজ, ডিমলা, নিলফামারী থেকে নতুন বন্ধু আইনুল হক আমাদের নিয়মিত শ্রোতা জানিয়েছেন এবং ধাঁধার উত্তর পাঠিয়েছেন৷
রাজশাহী থেকে শোয়েব লিখেছেন, জার্মানিতে কারখানার ছাদে সবজি আর মাছ চাষ করার কথা জেনে খুব ভালো লাগলো৷ অবশ্যই এই উদ্ভাবনকে সাধুবাদ জানানো উচিৎ৷
এই পরিবেশনাটি ভাল লাগার কথা আরো জানিয়েছেন৷ মো. জসীম উদ্দিন, কেন্দ্রীয় হিসাব বিভাগ, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, রাজশাহী থেকে৷
ডয়চে ভেলে থেকে প্রচারিত সংবাদ খুব ভালো লাগে সেই সাথে ধাঁধা প্রতিযোগিতাও৷ জানিয়েছেন ফয়জুল হক, এমসি কলেজ, সিলেট থেকে৷
সংকলন: নুরুননাহার সাত্তার
সম্পাদনা: আবদুল্লাহ আল-ফারূক