1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে ডেল্টার নিয়ন্ত্রণ নিয়ে মতপার্থক্য

২৯ জুন ২০২১

করোনা ভাইরাসের ডেল্টা সংস্করণের কারণে জার্মানিতে সংক্রমণের হার আবার বাড়তে চলেছে বলে আশঙ্কা দানা বাঁধছে৷ সেই ঝুঁকি এড়াতে জাতীয় ও ইউরোপীয় স্তরে ঐকমত্যের অভাব রয়েছে৷

https://p.dw.com/p/3vjK1
Köln Meschenich Kölnberg | Impfungen gegen Coronavirus
ছবি: Peter Hille/DW

করোনা সংক্রমণ কমে চললেও সেই সুখবর কতদিন স্থায়ী হবে, সে বিষয়ে সংশয় বাড়ছে জার্মানিতে৷ সর্বশেষ হিসেব অনুযায়ী প্রতি এক লাখ মানুষের মধ্যে গড় সাপ্তাহিক সংক্রমণের বার পাঁচ দশমিক চারে নেমে গেছে৷ একইসঙ্গে বেড়ে চলেছে আক্রান্তদের মধ্যে চরম ছোঁয়াচে ডেল্টা ভেরিয়েন্টের অনুপাত৷ জিনোম সিকোয়েন্সিং প্রক্রিয়ার মাধ্যমে ডেল্টার প্রসারের প্রকৃত চিত্র পেতে কয়েক সপ্তাহের বিলম্ব ঘটায় টাটকা হিসেব পাওয়া না গেলেও নতুন সংক্রমণের প্রায় অর্ধেকের জন্য করোনা ভাইরাসের এই সংস্করণ দায়ী বলে আশঙ্কা করছে রবার্ট কখ ইনস্টিটিউট৷ ফলে কাগজেকলমে ৩৫ শতাংশ হলেও বাস্তবে জার্মানিতে কমপক্ষে ৫০ শতাংশ সংক্রমণ ঘটাচ্ছে ডেল্টা৷ অথচ জুন মাসের দ্বিতীয় সপ্তাহেও সেই আনুপাতিক  হার ছিল মাত্র ১৫ শতাংশ৷ ব্রিটেনের মতো জার্মানিতেও শেষ পর্যন্ত শুধু ডেল্টা সংস্করণ টিকে থাকবে বলে মনে করা হচ্ছে৷

সংবাদ সংস্থা ডিপিএ-র সূত্র অনুযায়ী, জার্মানির রাজ্যগুলির স্বাস্থ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে রবার্ট কখ ইনস্টিটিউটের প্রধান লোটার ভিলার করোনা পরিস্থিতি সম্পর্কে এমন উদ্বেগজনক চিত্র তুলে ধরেছেন৷ তার মতে, বিশেষ করে এখনো করোনা টিকা না পাওয়া মানুষদের মধ্যে ডেল্টার সংক্রমণ সবচেয়ে বেশি ছড়িয়ে পড়ছে৷ ফলে সংক্রমণের হার আবার মাথাচাড়া দিয়ে উঠবে বলে ভিলার আশঙ্কা করছেন৷

ডেল্টা সংস্করণের প্রসার রুখতে সীমান্তে নিয়ন্ত্রণ সম্পর্কে জার্মানি তথা ইউরোপে রাজনৈতিক ঐকমত্য অর্জন করা সম্ভব হচ্ছে না৷ কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রী জার্মানিতে প্রবেশের ক্ষেত্রে আরও কড়া বিধিনিয়ম চালু করতে চাইলেও বাকিরা আপত্তি জানিয়েছেন৷ চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল জার্মানির স্থল সীমান্ত সাময়িকভাবে বন্ধ রাখার প্রস্তাব নাকচ করে দিয়েছেন৷ গত বছর মহামারির শুরুতে নিরুপায় হয়ে এমন পদক্ষেপ নিতে হলেও তিনি এমন কঠিন পদক্ষেপ এড়িয়ে চলার পক্ষে সওয়াল করেছেন৷

গ্রীষ্মের ছুটির মরসুমে ইউরোপে ভ্রমণের প্রবণতা বেড়ে চলায় চরম ছোঁয়াচে ডেল্টা সংস্করণের ছড়িয়ে পড়তে আরও সুবিধা হচ্ছে৷ বহুদিন ধরে লোকসানের পর পর্যটন শিল্প আবার মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করছে৷ ১লা জুলাই থেকে ইউরোপীয় ইউনিয়নে অভিন্ন ভ্যাকসিন সার্টিফিকেট কার্যকর হলে আরও সহজে ভ্রমণের আশা করে আসছিল বিমান সংস্থা ও পর্যটন শিল্প৷ কিন্তু ডেল্টা ভেরিয়েন্টকে কেন্দ্র করে সদস্য দেশগুলির তৎপরতায় পার্থক্যের ফলে ভ্রমণের ক্ষেত্রে অরাজকতার আশঙ্কা বাড়ছে৷ বিমানবন্দর ও বিমান সংস্থাগুলির সংগঠন ইইউ নেতাদের উদ্দেশ্যে লেখা একটি চিঠিতে সে বিষয়ে দুশ্চিন্তা প্রকাশ করেছেন৷

করোনা টিকা, নেতিবাচক করোনা পরীক্ষা অথবা করোনা জয়ের প্রমাণ হিসেবে ডিজিটাল ভ্যাকসিন সার্টিফিকেট চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল৷ গোটা ইউরোপীয় ইউনিয়ন জুড়ে জটিলতা ছাড়াই অবাধ ভ্রমণের সুযোগের আশায় ছিলেন ইউরোপের মানুষ৷ কিন্তু ডেল্টা নিয়ে বর্তমান তৎপরতা এবং জাতীয় স্তরে সার্টিফিকেট পরীক্ষার আলাদা নিয়মের কারণে বিমানবন্দরে দীর্ঘ অপেক্ষা ও অরাজকতার আশঙ্কা বাড়ছে৷ বিমান সংস্থা ও বিমানবন্দরগুলি তাই শুধু প্রস্থানের সময় যাত্রীদের নথিপত্র পরীক্ষার প্রস্তাব দিয়েছে৷ ইউরোপীয় কমিশনও এমন জটিলতার আশঙ্কায় এই কাঠামো কার্যকর করতে কিছু বিধিনিয়মের প্রস্তাব রেখেছে৷


এসবি/কেএম (ডিপিএ, রয়টার্স, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য