1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে নাগরদোলা পরীক্ষা করতে গিয়ে কর্মীর মৃত্যু

১৭ সেপ্টেম্বর ২০২৪

মিউনিখের ঐতিহ্যবাহী উৎসব অক্টোবরফেস্টের নাগরদোলা পরীক্ষা করতে গিয়ে প্রাণ হারিয়েছেন এক নির্মাণ কর্মী, জানায় শহরটির দমকল কর্তৃপক্ষ৷

https://p.dw.com/p/4kiJh
জার্মানি অক্টোবরফেস্ট
নিরাপত্তা পরীক্ষা চলাকালীন নাগরদোলায় বসার জায়গাটি দ্রুতগতিতে ২০ বছর বয়সি নির্মাণ কর্মীর গায়ে এসে লাগে৷ছবি: Peter Kneffel/dpa/picture-alliance

আর মাত্র কয়েক দিন পরই শুরু হতে চলেছে জার্মানির দক্ষিণাঞ্চলের শহর মিউনিখের সবচেয়ে জনপ্রিয় উৎসব অক্টোবরফেস্ট৷ সেই উৎসবে যে নাগরদোলা থাকার কথা, সেই নাগরদোলা পরীক্ষা করতে গিয়ে মেলা প্রাঙ্গণেই সোমবার এক কর্মীর মৃত্যু হয়েছে৷

বিশ্বখ্যাত এই উৎসব শুরু হবে শনিবার ২১ সেপ্টেম্বর, চলবে ৬ অক্টোবর পর্যন্ত৷ এবার এই উৎসব পা দিচ্ছে ১৮৯তম বছরে৷

‘দুর্ভাগ্যজনক ঘটনা’

নিরাপত্তা পরীক্ষা চলাকালীন নাগরদোলায় বসার জায়গাটি দ্রুতগতিতে ২০ বছর বয়সি নির্মাণ কর্মীর গায়ে এসে লাগে৷ গুরুতরভাবে আহত সেই কর্মী অজ্ঞান হয়ে গেলে দুর্ঘটনাস্থলেই চিকিৎসা দিয়ে তার জ্ঞান ফেরানোর চেষ্টা করা হয়৷ কিন্তু জ্ঞান না ফেরায় এক সময় তাকে হাসপাতালে নেয়ার চেষ্টা করা হলেও পথেই তিনি মারা যান৷

অক্টোবরফেস্ট: অফুরান আনন্দের মেলা

মিউনিখ ফানফেয়ার অপারেটর এসোসিয়েশনের তরফে চেয়ারম্যান পিটার মাওশ জার্মান বার্তা সংস্থা ডিপিএকে বলেন, ‘‘এটি একটি দুর্ভাগ্যজনক ঘটনা৷ এক তরুণ এভাবে মারা গেছেন সেটা সত্যিই খুবই খারাপ বিষয়৷’’

নাগরদোলা চালক ইভন হেকলকে এ ঘটনা মানসিকভাবে বিপর্যস্ত করেছে বলে জানায় ডিপিএ৷

অক্টোবরফেস্ট স্থানীয়ভাবে ‘ভিজন’ নামে পরিচিত৷ মর্মান্তিক ঘটনা সম্পর্কে ইভন হেকল বলেন,এই খবর, ‘‘আমার পায়ের নিচের মাটি সরিয়ে ফেলেছে৷ পরিবার, কর্তৃপক্ষসহ সবার কাছে এটা যেন নাটক৷ আমরা সবাই আসলে একটা বড় ভিজন পরিবারের অংশ৷’’

এসএস/এসিবি (ডিপিএ, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য