জার্মানিতে নাগরদোলা পরীক্ষা করতে গিয়ে কর্মীর মৃত্যু
১৭ সেপ্টেম্বর ২০২৪আর মাত্র কয়েক দিন পরই শুরু হতে চলেছে জার্মানির দক্ষিণাঞ্চলের শহর মিউনিখের সবচেয়ে জনপ্রিয় উৎসব অক্টোবরফেস্ট৷ সেই উৎসবে যে নাগরদোলা থাকার কথা, সেই নাগরদোলা পরীক্ষা করতে গিয়ে মেলা প্রাঙ্গণেই সোমবার এক কর্মীর মৃত্যু হয়েছে৷
বিশ্বখ্যাত এই উৎসব শুরু হবে শনিবার ২১ সেপ্টেম্বর, চলবে ৬ অক্টোবর পর্যন্ত৷ এবার এই উৎসব পা দিচ্ছে ১৮৯তম বছরে৷
‘দুর্ভাগ্যজনক ঘটনা’
নিরাপত্তা পরীক্ষা চলাকালীন নাগরদোলায় বসার জায়গাটি দ্রুতগতিতে ২০ বছর বয়সি নির্মাণ কর্মীর গায়ে এসে লাগে৷ গুরুতরভাবে আহত সেই কর্মী অজ্ঞান হয়ে গেলে দুর্ঘটনাস্থলেই চিকিৎসা দিয়ে তার জ্ঞান ফেরানোর চেষ্টা করা হয়৷ কিন্তু জ্ঞান না ফেরায় এক সময় তাকে হাসপাতালে নেয়ার চেষ্টা করা হলেও পথেই তিনি মারা যান৷
মিউনিখ ফানফেয়ার অপারেটর এসোসিয়েশনের তরফে চেয়ারম্যান পিটার মাওশ জার্মান বার্তা সংস্থা ডিপিএকে বলেন, ‘‘এটি একটি দুর্ভাগ্যজনক ঘটনা৷ এক তরুণ এভাবে মারা গেছেন সেটা সত্যিই খুবই খারাপ বিষয়৷’’
নাগরদোলা চালক ইভন হেকলকে এ ঘটনা মানসিকভাবে বিপর্যস্ত করেছে বলে জানায় ডিপিএ৷
অক্টোবরফেস্ট স্থানীয়ভাবে ‘ভিজন’ নামে পরিচিত৷ মর্মান্তিক ঘটনা সম্পর্কে ইভন হেকল বলেন,এই খবর, ‘‘আমার পায়ের নিচের মাটি সরিয়ে ফেলেছে৷ পরিবার, কর্তৃপক্ষসহ সবার কাছে এটা যেন নাটক৷ আমরা সবাই আসলে একটা বড় ভিজন পরিবারের অংশ৷’’
এসএস/এসিবি (ডিপিএ, এএফপি)