1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

খাবার নষ্ট

১৮ মার্চ ২০১২

প্রতিবছর কয়েক মিলিয়ন কেজি খাবার উচ্ছিষ্ট হিসেবে ফেলে দেয় জার্মানরা৷ আর ফেলে দেয়া সেই খাবারের অর্থমূল্যও কয়েক বিলিয়ন ইউরো৷ তাই খাবার নষ্ট না করার জন্য এবার এক সচেতনতা কর্মসূচি হাতে নিয়েছে সরকার৷

https://p.dw.com/p/14MJj
ছবি: picture-alliance/dpa

জার্মানির একজন নাগরিক প্রতিবছর গড়ে ৮০ কেজি খাবার ফেলে দেন৷ একজনের উচ্ছিষ্ট যদি এতো হয়, তাহলে গোটা জার্মান জাতি বছরে কী পরিমাণ খাবার নষ্ট করে সেটি আন্দাজ করতে পারেন?

জার্মানির স্টুটগার্ড বিশ্ববিদ্যালয়ের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ সম্প্রতি এক জরিপ পরিচালনা করেছে৷ সেই জরিপের তথ্য বলছে, বছরে এক কোটি ১০ লাখ কেজি খাবার ময়লা হিসেবে ফেলে দেয় জার্মানরা৷

জানা যায়, নষ্ট হয়ে যাওয়া এই খাবারের অর্থমূল্যটা হলো প্রায় ২০ বিলিয়ন ইউরো৷ টাকার অঙ্কে যা প্রায় ২১ লাখ ২০ হাজার কোটি টাকা৷

গবেষণায় দেখা যায়, নষ্ট হওয়া এই বিপুল পরিমাণ খাবারের মোট ৬০ ভাগ আসে নাগরিকদের নিজেদের বাসা থেকে৷ ২০ ভাগ আসে মুদির দোকান ও কাঁচা বাজার থেকে৷ আর বাকি ১৭ ভাগ আসে রেস্তোরাঁ ও অন্যান্য খাবারের দোকান থেকে৷

খাবার নষ্ট করার এই প্রবণতাকে ঠেকানোর জন্য এবার মাঠে নেমেছেন জার্মানির কৃষিমন্ত্রী ইলজে আইনগার৷ আগামী ২০২৫ সালের মধ্যে নষ্ট করা খাবারের পরিমাণ অন্তত অর্ধেকে নামিয়ে আনার ঘোষণা দিয়েছেন তিনি৷

তিনি বলেন, ‘‘দুনিয়ার কোটি কোটি মানুষ ক্ষুধার সঙ্গে লড়ছে৷ আর জার্মানরা খাবার ফেলে দিচ্ছে৷ তাই খাবার ফেলে দেবার এই অভ্যাস পাল্টাতে হবে৷'' শুধু তাই নয়, এতো খাবার যাতে আর নষ্ট না হয়, সেই জন্য জার্মানদের সচেতনতা বৃদ্ধির কার্যক্রমও হাতে নিয়েছেন ইলজে আইগনার৷

জার্মানির স্টুটগার্ড বিশ্ববিদ্যালয়ের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের প্রধান মার্টিন ক্রানার্ট বলেছেন, ‘‘খাবারের গায়ে লেখা মেয়াদের তারিখ নিয়ে জার্মানরা ভীষণ সচেতন৷ ফলে মেয়াদের তারিখ শেষ হতে না হতেই সেই খাবারটিকে আবর্জনার বাক্সে ফেলে দেয় তারা৷ এটাও পুরোপুরি ঠিক নয়৷''

জার্মানির খাদ্য ও পানীয় ইন্ডাস্ট্রিগুলো নিয়ে গঠিত ফেডারেশন'এর পরিচালক অবশ্য বলছেন, জার্মানিতে খাবারের দাম বেশ সস্তা৷ তাই, পয়সা দিয়ে কেনা খাবার ফেলে দিতে কেউ দ্বিধা করে না৷

অবশ্য, জার্মানিতে খাবার আসলেই সস্তা কি-না এ নিয়ে সাধারণ মানুষের কোনো মতামত জানা যায় নি৷

প্রতিবেদন: আফরোজা সোমা

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য