1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে বিটলস’এর ৫০ বছর

২২ জুলাই ২০১০

৫০ বছর আগে জার্মানির হামবুর্গ শহরের একটি পাবে সংগীত পরিবেশনার দায়িত্ব পায় ইংল্যান্ডের লিভারপুল শহরের চার তরুণের এক সংগীতগোষ্ঠী৷ তখন কেউ ভাবতে পারেনি যে এই সংগীতগোষ্ঠীই একদিন পপ সংগীত জগতে ইতিহাস সৃষ্টি করবে৷

https://p.dw.com/p/ORM6
জার্মানির হামবুর্গ শহরের ‘বিটলস প্লাত্স'ছবি: AP

কিংবদন্তি শিল্পগোষ্ঠী ‘দ্য বিটলস'এর যাত্রা শুরু বলা যায় এই হামবুর্গ শহরে, ১৯৬০ সালে৷ আর সেই চার তরুণ ছিলেন জন লেনন, পল ম্যাককার্টনি, জর্জ হ্যারিসন এবং ড্রামবাদক পিট বেস্ট৷ হামবুর্গের এই পাবে অতিথিদের চিত্তবিনোদনের জন্য প্রতি সন্ধ্যায় অন্যান্যদের গানের সাথে তাদের নিজস্ব সংগীত পরিবেশন করতেন ‘দ্য বিটলস'৷ সে সময়, এবং পরবর্তীকালেও জার্মান ভাষায় বেশ কিছু হিট গান গেয়েছেন তাঁরা৷ যেমন, ‘শি লিবট ডিশ' বা শি লাভস ইউ' গানটি৷

এরপর ১৯৬১ সালে, হামবুর্গে বিটলস'এর প্রথম রেকর্ড ‘মাই বনি' বের হয়৷ কিন্তু বিটলস নামে নয়৷ সে সময়ের বিখ্যাত ব্রিটিশ রক অ্যান্ড রোল সংগীত শিল্পী টনি শেরিডেন'এর বাদকদল ‘দ্য বিট ব্রাদার্স' হিসেবে৷ এই গান জার্মান চার্টস বা হিট গানের তালিকায় পাঁচ নম্বরে উঠে আসে৷

Flash-Galerie John Lennon
বিটেলস’এর সেই চার তরুণ - জন লেনন, পল ম্যাককার্টনি, জর্জ হ্যারিসন এবং রিংগো স্টারছবি: picture alliance / akg-images

ঐ বছরই লন্ডনের সংগীত ব্যবসায়ী ব্রায়ান এপস্টাইন বিটলস'এর ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং পিট বেস্ট'এর জায়গায় যোগ দেন ড্রামবাদক রিংগো স্টার৷ সংগীত প্রযোজক জর্জ মার্টিনের উদ্যোগে ৬২ সালে বের হয় ‘লাভ মি ডু' অ্যালবাম৷ এই বছর থেকেই বিটলস'এর খ্যাতি এবং জনপ্রিয়তা শুধু ইংল্যান্ডেই নয়, ছড়িয়ে পড়ে গোটা ইউরোপ জুড়ে৷ ১৯৬৪ সালে অ্যামেরিকা সফরের পর সারা বিশ্ব ব্যাপী ছড়িয়ে পড়ে বিটলসম্যানিয়া৷ ৬৭ সালে তাঁরা ভারত সফর করেন৷ এই সময় জন লেনন ও জর্জ হ্যারিসন পণ্ডিত রবি শঙ্করের কাছে সেতারে তালিম নেন৷ ১৯৭০ সালে এই কিংবদন্তি শিল্পগোষ্ঠী ভেঙ্গে যাওয়ার আগ পর্যন্ত বিভিন্ন ধারায় অসংখ্য সংগীতে সুরারোপ করেছেন লেনন ও ম্যাককার্টনি৷

চার দশক পর আজও বিটলস'এর সংগীত অসাধারণ জনপ্রিয়৷ হামবুর্গ শহরে রয়েছ একটি স্মৃতিচত্তর ‘বিটলস প্লাত্স' – যা স্মরণ করিয়ে দেয় বিটলস এর বিশ্ব জনপ্রিয়তার প্রথম পদক্ষেপ৷ জর্জ হ্যারিসন একবার বলেছিলেন ‘ষাট সালে হামবুর্গ ছিল আমাদের শিক্ষানবিশির সময়, সেখানে আমরা প্রথম শিখেছি, কি করে জনসমক্ষে সংগীত পরিবেশ করতে হয়৷'

প্রতিবেদন: মারুফ আহমদ

সম্পাদনা: দেবারতি গুহ