জার্মানিতে ভালো আছে শরণার্থীরা
১৯ ফেব্রুয়ারি ২০২০জার্মানির ফেডারেল অফিস ফর মাইগ্রেশন অ্যান্ড রিফিউজি (বিএএমএফ) এই জরিপ চালায়৷ মঙ্গলবার প্রকাশিত জরিপের ফলাফলে দেখা গেছে, প্রায় তিন-চতুর্থাংশ শরণার্থী জার্মানিতে স্বস্তিতে আছেন৷
তাদের এ স্বস্তির পেছনে যে কারণগুলো মূল ভূমিকা রেখেছে সেগুলো হলো: তাদের পারিবার ও স্বাস্থ্যের অবস্থা, আবাসস্থল ও বাড়ি, চাকরি এবং জার্মানদের সঙ্গে তাদের সামাজিক সহাবস্থান৷
‘‘সর্বোপরি শরণার্থীরা ইতিবাচকভাবে জার্মানির মূল স্রোতের সঙ্গে মিশে যাওয়ার সুযোগ পেয়েছেন'', বলে মনে করেন জরিপ প্রকল্পের ব্যবস্থাপক নিনা রোটার৷
তিনি বলেন, ‘‘জার্মানিতে তারা অবাঞ্ছিত নন, এই অনুভূতি এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে৷''
ভাষা শিক্ষার গুরুত্ব:
ইন্সটিটিউট ফর এমপ্লয়মেন্ট রিসার্চ (আইএবি)-র সহযোগিতায় এই জরিপে ২০১৩ থেকে ২০১৬ সালের মধ্যে জার্মানিতে এসেছেন এমন প্রায় আট হাজার শরণার্থীর সাক্ষাৎকার নেওয়া হয়েছে৷
কাজের জন্য এবং সমাজের সঙ্গে একীভূত হতে ভাষা জানা পূর্বশর্ত৷ জরিপে দেখা গেছে, ৪৪ শতাংশ শরণার্থী এখন ‘ভালো' বা ‘খুব ভালো' জার্মান বলতে পারেন৷ ২০১৭ সালে যা ছিল ৩৫ শতাংশ এবং তারও এক বছর আগে ছিল মাত্র ২২ শতাংশ৷
তবে এখনো ৫ শাতাংশ শরণার্থী জার্মান একেবারেই বলতে পারেন না৷
ভাষা শিখে কাজ পাওয়া এবং সমাজের সঙ্গে মিশে যেতে পেরে জীবন নিয়ে সন্তুষ্ট থাকলেও অনেক শরাণার্থী নিজের মোট আয় নিয়ে এখনো খুশি নন৷
রোটার বলেন, ‘‘কাজের সুযোগ এবং আয় বাড়লেও শরণার্থীদের একটি বড় অংশ তাদের বর্তমান আয় নিয়ে খুশি নন৷ তারা ভবিষ্যতে আরো উন্নতি করতে চান৷''
এসএনএল/এসিবি (এএফপি, ডিপিএ)