1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে মুক্তি পেল ‘মোসাদ' এজেন্ট

১৪ আগস্ট ২০১০

এ যেন এক রহস্য-রোমাঞ্চ কাহিনী৷ দুবাইয়ে ফিলিস্তিনি নেতার হত্যা, সন্দেহের তীর ইসরায়েলি গোয়েন্দা সংস্থার দিকে৷ পোল্যান্ডে ধরা হল এমনই এক এজেন্টকে৷ এবার সে মুক্তি পেল জার্মানিতে৷

https://p.dw.com/p/OnWC
হামাসের নিহত নেতা মাহমুদ আল মাব্বু’র ছবির পোস্টারছবি: AP

১৯শে জানুয়ারি দুবাইয়ে হামাস কমান্ডার মাহমুদ আল মাব্বুকে হত্যা করেছিল একদল আততায়ী৷ সেই দলে মোট ২৭ জন ছিল৷ নিরাপত্তা ক্যামেরায় তোলা ভিডিও বিশ্লেষণ করে জানা যায়, তারা সবাই ভুয়ো পাসপোর্ট ব্যবহার করে দুবাই গিয়েছিল৷ তারা ইসরায়েলের আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্ট ছিল বলেই অভিযোগ ওঠে৷ ফলে কূটনৈতিক স্তরে ইসরায়েলের সঙ্গে পাশ্চাত্ত্য বিশ্বের সম্পর্কে উত্তেজনা দেখা দেয়৷ তাদের মধ্যে একজন জার্মান পাসপোর্ট ব্যবহার করেছিল৷ মিশায়েল বোডেনমায়ার নামের ঐ ব্যক্তির আসল পরিচয় জানা যায় নি৷ কোলোনে তাকে জার্মান পাসপোর্ট পেতে সাহায্য করেছিল উরি ব্রডস্কি৷ গত ৪ঠা জুন পোল্যান্ডের ওয়ারশ বিমানবন্দরে ব্রডস্কিকে গ্রেপ্তার করা হয় এবং বৃহস্পতিবার তাকে জার্মানির হাতে তুলে দেওয়া হয়৷ কোলোন শহরের আদালতে তার বিচার চলছিল৷ শুক্রবারই তাকে জামিনে মুক্তি দিয়েছে জার্মান আদালত৷

Personalausweis Michael Bodenheimer
মিশায়েল বোডেনমায়ার – এই নাম নিয়ে জার্মান পাসপোর্ট যোগাড় করেছিল একজন এজেন্টছবি: picture-alliance/dpa

মনে রাখতে হবে, উরি ব্রডস্কির বিরুদ্ধে জার্মানিতে শুধু ভুয়ো পাসপোর্ট যোগাড় করতে সহায়তার অভিযোগ আনা হয়েছিল – দুবাইয়ের হত্যাকাণ্ডের বিষয়টি জার্মান আদালতের এক্তিয়ারে পড়ে না৷ পাসপোর্ট জাল করার মামলা চালু থাকলেও ব্রডস্কি'কে সশরীরে আদালতে উপস্থিত থাকতে হবে না৷ ব্রডস্কি এমনকি জার্মানি ছেড়েও চলে যেতে পারে৷ ৪ঠা জুন থেকে সে পোল্যান্ডের পুলিশের জিম্মায় ছিল৷ ফলে তাকে আরও হাজতবাস করানোর চেষ্টা করে নি জার্মান সরকারি কৌঁসুলি৷

দুবাইয়ে নিরাপত্তা ক্যামেরায় যাদের ছবি বন্দি করা হয়, তাদের কারোর সন্ধান এখনো পাওয়া যায় নি৷ উরি ব্রডস্কি একমাত্র ব্যক্তি, ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে যাকে আটক করা সম্ভব হয়েছিল৷ এবার জামিনে মুক্তি পেয়ে তিনিও যদি উধাও হয়ে যান, তাহলে হয়তো অপরাধীদের কাছে পৌঁছানোর আর কোনো সূত্র থাকবে না৷

সংকলন: সঞ্জীব বর্মন
সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়