1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইসলাম-বিরোধী ভিডিও

১৮ সেপ্টেম্বর ২০১২

ইসলাম ধর্মের মহানবীকে নিয়ে তৈরি ভিডিও বা তার প্রদর্শন জার্মানিতে নিষিদ্ধ করা উচিত কি না, তা নিয়ে বিতর্ক বাড়ছে৷ দ্বিধাবিভক্ত জার্মানির মুসলিম সমাজও৷

https://p.dw.com/p/16B3K
ছবি: Getty Images

বিতর্কিত ভিডিও প্রদর্শনের ক্ষেত্রে জার্মান সরকার কোনো ঝুঁকি নিতে চাইছে না৷ জার্মান পররাষ্ট্রমন্ত্রী গিডো ভেস্টারভেলে এক রেডিও সাক্ষাৎকারে সরকারের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন৷ ‘প্রো ডয়েচলান্ড' নামের এক চরম দক্ষিণপন্থী দল বিতর্কিত ভিডিওটি বার্লিনে একটি সিনেমা হলে দেখানোর ব্যবস্থা করবে বলে জানিয়েছে৷ এক দিন আগেই তিনি এ প্রসঙ্গে বলেছিলেন, জার্মানির কিছু প্রান্তিক উগ্র দক্ষিণপন্থী গোষ্ঠী যেমন জার্মান জনগণের মতের প্রতিফলন ঘটায় না, উগ্র ইসলামপন্থীরাও বৃহত্তর আরব ও মুসলিম বিশ্বের প্রতিনিধি নয়৷ মঙ্গলবার তিনি বলেন, মত প্রকাশের অধিকারের আড়ালে অসহিষ্ণুতা ছড়ানো চলতে পারে না৷ ভিডিও প্রদর্শন বন্ধ করার উদ্যোগ সম্পর্কে ভেস্টারভেলে বলেন, ‘‘নিরাপত্তা কর্তৃপক্ষ এখন খতিয়ে দেখছে, যে এটা আইন অনুযায়ী কোনো অপরাধ কি না৷ কারণ আইনের ১৬৬ অনুচ্ছেদ অনুযায়ী অন্য ধর্ম সম্পর্কে ঘৃণা ও গালি ছড়ানো এবং এর মাধ্যমে শান্তি বিঘ্নিত করা নিষিদ্ধ৷ আমি বিচার বিভাগের সেই সিদ্ধান্তে হস্তক্ষেপ করতে পারি না৷''

Guido Westerwelle zu den Anschlägen im Sudan
জার্মান পররাষ্ট্রমন্ত্রী গিডো ভেস্টারভেলেছবি: dapd

অর্থাৎ জার্মানিতে হিংসাত্মক ঘটনার জন্য অপেক্ষা না করে শান্তি বিঘ্নিত হতে পারে, এই যুক্তি দেখিয়ে আদালতের রায়ের মাধ্যমে আগাম পদক্ষেপ নিতে চায় প্রশাসন৷

জার্মানিতে মুসলিম সমাজেও বিষয়টি নিয়ে বিতর্ক চলছে৷ অসনাব্রুক শহরের ইসলাম বিশেষজ্ঞ রাউফ জেইলান মনে করেন, এই ভিডিও নিষিদ্ধ করা হবে মাত্রাতিরিক্ত প্রতিক্রিয়া দেখানো এবং ছবিটিকে বাড়তি গুরুত্ব দেওয়া৷ তিনি সংবাদ মাধ্যম ও দেশের মুসলিম সমাজের উদ্দেশ্যে বিষয়টির স্পর্শকাতরতা সম্পর্কে সচেতন থাকার ডাক দেন৷

উদারপন্থী ইসলাম সংঘের নেতা লামইয়া কাদোর ভিডিও প্রদর্শন নিষিদ্ধ করার বিপক্ষে৷ তবে মুসলিম সমন্বয় পরিষদের মুখপাত্র আলি কিজিলকায়া ও ইসলামি কেন্দ্রীয় পরিষদ ভিডিও প্রদর্শন নিষিদ্ধ করার পক্ষে সওয়াল করেছেন৷ আইনকে হাতিয়ার করেই এই চেষ্টা করতে হবে বলে এই দুই সংগঠনের শীর্ষ প্রতিনিধিরা মনে করেন৷ জার্মানির রেড ক্রস'ও ভিডিওটি নিষিদ্ধ করার উদ্যোগের প্রতি সমর্থন জানিয়েছে৷ রেড ক্রিসেন্ট'এর মাধ্যমে তারা ভবিষ্যতেও মুসলিম দেশগুলিতে সহায়তা পৌঁছে দিতে চায় বলে জানিয়েছে৷

এসবি / জেডএইচ (ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য