জার্মানিতে লং কোভিড রোগীদের চিকিৎসা
১৪ ফেব্রুয়ারি ২০২৩করোনার টিকা নেয়ার পর এফা বুটসেনের মারাত্মক স্বাস্থ্যগত সমস্যা দেখা দেয়৷ ২৮ বছর বয়সি এফা জার্মানির পাওয়ারলিফটিং চ্যাম্পিয়ন৷ তার অনেক রেকর্ডও আছে৷ কিন্তু গত বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নিতে পারেননি৷ প্রথম দুটি টিকা নেওয়ার পর তার ফুসফুসে হালকা ব্যথা ও বুকে ধড়ফড়ানি শুরু হয়... তারপরও অবশ্য ডাক্তারের পরামর্শ মেনে তৃতীয় ডোজ টিকা নিয়েছেন৷ তিনি বলেন, ‘‘আমার খুব খারাপ লাগছিল৷ মূত্রাশয়ে সংক্রমণ দেখা দিয়েছিল৷ কিডনি ব্যথা করতো৷ এরপর শ্বাস নিতে সমস্যা শুরু হয়৷ আমাকে এখন অনেক বেশি নিঃশ্বাস নিতে হচ্ছে - বুকের ব্যথাটা আবার তীব্রভাবে ফিরে এসেছে৷ আর লক্ষ্য করছি, আমার কোনো শক্তি নেই৷''
এখনও সেই সমস্যা আছে৷ এফা ঠিক জানেন না, তার সমস্যাটা কোথায়? মারবুর্গ বিশ্ববিদ্যালয় হাসপাতালে পরবর্তী অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তিনি আশায় আছেন৷
ফেলিসিয়া বিঙ্গারও ঐ হাসপাতালের ‘লং কোভিড স্পেশাল আউটপেশেন্ট ক্লিনিক' নিয়ে আশাবাদী৷ ২৮ বছর বয়সি এই অভিনেত্রীকে সেখানে অ্যাপয়েন্টমেন্ট পেতে অনেকদিন অপেক্ষা করতে হয়েছে৷
বিঙ্গার বলেন, ‘‘আশা করছি এমন কিছু করা সম্ভব হবে, যার কারণে আমি আবার ভালো অনুভব করবো৷ বা অন্তত আমার সমস্যা কিছুটা হলেও দূর হবে৷''
২০২১ সালের মে মাসে টিকা নেয়ার ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন বিঙ্গার৷ ঐসময় তিনি ভেবেছিলেন, এখন থেকে সমস্যা ছাড়া কাজ করতে পারবেন৷ কিন্তু এরপর তাকে মারাত্মক ক্লানি, অনুভূতিশূন্যতা পেয়ে বসে৷ অ্যালার্জিজনিত প্রতিক্রিয়াও শুরু হয়৷ তিনি জানান, ‘‘আমার আরো বেশি করে উপসর্গ ও স্নায়বিক সমস্যা দেখা দিতে থাকে৷ অনেকবার ডাক্তারের কাছে যেতে হয়েছে৷ দেখলাম কেউ আমার সমস্যাটা গুরুত্ব সহকারে নিচ্ছে না৷''
স্পেশাল আউটপেশেন্ট ক্লিনিকে ফেলিসিয়াকে অনেক ভালভাবে পরীক্ষা করে দেখা হচ্ছে৷
মারবুর্গ বিশ্ববিদ্যালয় হাসপাতালের অধ্যাপক ব্যার্নহার্ড শিফার জানতে চান, কেন করোনার টিকা নেয়ার পর পার্শ্ব-প্রতিক্রিয়া দেখা দিচ্ছে?
ঐ ক্লিনিকে অ্যাপয়েন্টমেন্ট পেতে প্রায় নয় মাস পর্যন্ত অপেক্ষা করতে হয়৷
অধ্যাপক শিফার বলেন, ‘‘একজন রোগীর সমস্যা কোথায়, তা জানতে আমাদের খুব সতর্কতার সঙ্গে অনেক বিষয় পরীক্ষা করে দেখতে হয়৷ টিকা নেয়ার পর রোগপ্রতিরোধ ক্ষমতায় কেন সমস্যা দেখা দিচ্ছে, তাও জানতে চাই আমরা৷''
জার্মানির প্রায় ৭৫ শতাংশ মানুষ করোনার সব ডোজ টিকা নিয়েছেন৷ ০.০২ শতাংশ মানুষের ক্ষেত্রে পার্শ্ব-প্রতিক্রিয়া দেখা দিয়েছে৷ সংখ্যার চেয়েও, যাদের অবস্থা বেশি খারাপ তাদের নিয়ে ভাবা গুরুত্বপূর্ণ বলে মনে করেন অধ্যাপক শিফার৷
অধ্যাপক শিফার জানান, ছেলেদের চেয়ে প্রজনন বয়সে থাকা মেয়েদের সমস্যায় পড়ার সম্ভাবনা তিন গুন বেশি৷
ফেলিসিয়া বিঙ্গারকে বিশেষ ওষুধ দিয়ে চিকিৎসা করা হচ্ছে৷ ‘‘আশা করছি, আমি সেই ৮৫ শতাংশের মধ্যে একজন হব, যাদের উপর ওষুধ ক্রিয়া করছে৷ কয়েক সপ্তাহের মধ্যে ভালো হয়ে যাব বলে আশা করি,'' বলেন তিনি৷
এফাও তেমন আশা করছেন৷ জার্মানিতে পাওয়ারলিফটিংয়ের রেকর্ডটি তার দখলে৷ তবে এই মুহূর্তে নিজেকে রেকর্ডের অধিকারী মনে হচ্ছে না৷ একটু ট্রেনিং করলেই ক্লান্ত মনে হয়৷ শিগগিরই স্বাভাবিক জীবনে ফিরে যেতে চান তিনি৷ ‘‘কুকুর হাঁটাতে নিয়ে যাওয়া, সমস্যা ছাড়া কেনাকাটা করতে পারা এবং অবশ্যই ট্রেনিংয়ে ফিরতে পারা,'' বলেন তিনি৷
সুজানা সান্তিনা/জেডএইচ