জার্মানিতে সন্ত্রাসী হামলা প্রতিরোধ
২৫ জানুয়ারি ২০১৭সাম্প্রতিক সময়ে জার্মানিতে উগ্র ডানপন্থিদের উত্থান লক্ষ্য করা যাচ্ছে৷ তথাকথিত সন্ত্রাসী সংগঠন ‘রাইশব্যুর্গার’-ও বিভিন্ন স্থানে সংগঠিত হওয়ার চেষ্টা করছে৷ সংগঠনটির সদস্যরা জার্মানির গনতান্ত্রিক সরকারকে মানে না৷ তারা মনে করে, এ দেশের পুনরায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগের শাসন ব্যবস্থায় ফিরে যাওয়া উচিত৷ উগ্র নাৎসিবাদী এই সংগঠনের ছয় সদস্যকে গ্রেপ্তারের উদ্দেশ্যেই বুধবার জার্মানির বিভিন্ন স্থানে অন্তত ২০০ পুলিশ মোতায়েন করা হয়৷
‘রাইশব্যুর্গার’-এর ছয় সদস্যকে গ্রেপ্তারের উদ্দেশ্যে একই সংগঠনের আরেক সদস্যের দেয়া তথ্যের ভিত্তিতে বার্লিন, বাডেন-ভ্যুর্টেমব্যার্গ, ব্রান্ডেনবুর্গ, লোয়ার স্যাক্সনি, রইনলান্ড-পালাটিনেট এবং স্যাক্সনি-আনহাল্টের ১২টি অ্যাপার্টমেন্ট ও বেশ কিছু বাড়িতে অভিযান চালায় পুলিশ৷ তবে শেষ খবর পাওয়া পর্যন্ত ‘রাইশব্যুর্গার’-এর কোনো সদস্যকে খুঁজে পাওয়া যায়নি৷
পুলিশ জানিয়েছে, তথাকথিত ডানপন্থি সংগঠনটির সদস্যরা গত বছরের বসন্ত থেকেই জার্মানির বিভিন্ন স্থানে পুলিশ অফিস, শরণার্থী শিবির এবং ইহুদিদের ওপর হামলার পরিকল্পনা করে আসছে৷ পরিকল্পনা বাস্তবায়নের জন্য গত কয়েক মাস তারা সামাজিক যোগাযোগের মাধ্যমে তৎপরতা চালিয়েছে বলেও জানায় পুলিশ৷
এসিবি/ডিজি (এএফপি, এপি, ডিপিএ)