1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে স্বীকৃতির পথে ইসলাম

আন্দ্রেয়াস গর্জেভেস্কি/এআই২৯ জানুয়ারি ২০১৩

ব্রেমেন হচ্ছে তৃতীয় জার্মান রাজ্য যারা ইসলামি সংগঠনকে ধর্মীয় কর্তৃপক্ষ হিসেবে স্বীকৃতি দিয়েছে৷ ছুটি, অন্ত্যেষ্টিক্রিয়া কিংবা ধর্মীয় উপদেশ প্রদানের মতো বিষয়গুলো এখন রাজ্য চুক্তির আওতায় করা যাবে, হামবুর্গ ও হেসের মতো৷

https://p.dw.com/p/17TVh
Korandeutung. Wer hat das Bild gemacht/Fotograf?: Ulrike Hummel Wann wurde das Bild gemacht?: Okt. 2012 Wo wurde das Bild aufgenommen?: Köln BU: „Gott ist kein Diktator“, sagt Mouhanad Khorchide.
ছবি: Ulrike Hummel

ব্রেমেন রাজ্যের সঙ্গে এই চুক্তিকে কার্যত ঐতিহাসিক মনে করছেন ইরোল প্যুর্লু৷ জার্মান মুসলিম কোর্ডিনেশন কাউন্সিলের এই মুখপাত্র চুক্তির দিনটিকে আখ্যা দিলেন ‘আনন্দের দিন' হিসেবে৷

বর্তমানে জার্মানিতে তিনটি ইসলামী সংগঠনকে ধর্মীয় কর্তৃপক্ষ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে৷ প্যুর্লু বলেন, ‘‘এর ফলে একটি পরিষ্কার বার্তা সকলের কাছে পৌঁছে যাচ্ছে৷ আর তা হচ্ছে, ইসলাম জার্মানির অংশ৷''

Ramadan Fasten Imam Erol Pürlü
জার্মান মুসলিম কোর্ডিনেশন কাউন্সিলের মুখপাত্র ইরোল প্যুর্লুছবি: Ulrike Hummel

ইসলামি সংগঠনকে এ ধরনের স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে ব্রেমেনের অবস্থান তৃতীয়৷ এর আগে গত নভেম্বরে হামবুর্গ একটি সংগঠনের সঙ্গে এরকম একটি চুক্তি করে৷ এরপর ডিসেম্বর মাসে হেসে রাজ্য দুটি ইসলামি সংগঠনকে এরকম স্বীকৃতি দিয়ে সেখানকার বিদ্যালয়ে ধর্মীয় ক্লাস নেওয়ার অনুমতি দেয়৷

এখানে বলা প্রয়োজন, জার্মানির বিভিন্ন রাজ্য এবং মুসলিম সংগঠনগুলোর মধ্যে সম্পর্ক দীর্ঘদিন ধরে স্থবির হয়ে ছিল৷ ২০১০ সালে এক্ষেত্রে পরিবর্তন আসে৷ আর এই পরিবর্তনে বড় ভূমিকা পালন করে ইসলামি সংগঠন ডিআইটিআইবি এবং ভিআইকেজেড৷ তারা নিজেদের ধর্মীয় কর্তৃপক্ষ হিসেবে স্বীকৃতির দাবিতে দীর্ঘ সময় ধরেই প্রচারণা চালাচ্ছে৷

ধর্মীয় কর্তৃপক্ষ হিসেবে স্বীকৃতির ফলে কি সুবিধা হবে, সেটা নিয়ে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে৷ অন্যান্য সুবিধা ছাড়াও এই কর্তৃপক্ষ বিদ্যালয়ে ধর্ম শিক্ষা প্রদান করতে পারবে৷ এতদিন রাজ্য কর্তৃপক্ষ এক্ষেত্রে বাধা প্রদান করে আসছিল৷ স্বীকৃতির ফলে সেই বাধা দূর হচ্ছে৷ এছাড়া, ইসলাম ধর্মের বিভিন্ন উপলক্ষ্যে ছুটি গ্রহণের সুযোগ তৈরি হচ্ছে এই স্বীকৃতির ফলে৷ তার মানে হচ্ছে, মুসলিম স্কুল শিক্ষার্থী এবং চাকুরিজীবীরা ঈদ বা এ রকম ধর্মীয় উৎসবে ছুটি নিতে পারবে৷

Bayern/ ARCHIV: Muslimische Kinder nehmen im Gebetsraum der Eyuep-Sultan-Moschee in Nuernberg an einem Koran-Unterricht teil (Foto vom 07.04.09). Junge Deutschtuerken bekennen sich verstaerkt zum Islam. Rund 64 Prozent der 15 bis 29 Jahre alten in Deutschland lebenden Tuerken geben an, "religioes" oder "stark religioes" zu sein - sieben Prozentpunkte mehr als etwa in der Altersgruppe der 30- bis 49-Jaehrigen. Dies ist das Ergebnis einer am Freitag (17.08.12) in Berlin veroeffentlichten Umfrage der Institute Info GmbH und Liljeberg. Zugleich ist der Erhebung zufolge der Anteil der regelmaessig Betenden unter den jungen Deutschtuerken geringer als in den aelteren Generationen. (zu dapd-Text) Foto: Joerg Koch/dapd
ধর্ম শিক্ষা চালু করতে চায় ইসলামি সংগঠনগুলোছবি: dapd

স্বীকৃতির ফলে কারাগারে, হাসপাতালে কিংবা অন্যান্য সরকারি সংস্থায় মুসলমানদের খোঁজখবর নেওয়ার সুযোগ পাবে ইসলামি সংগঠনগুলো৷ পাশাপাশি আইনি কাঠামোর ভেতরে থেকে মসজিদ নির্মাণ এবং মৃতকে ইসলামি পদ্ধতিতে দাফন, মানে কফিন ছাড়া শুধু কাফনের কাপড় পরিয়ে শুইয়ে দেওয়ার অনুমতিও পাবে মুসলমানরা৷ আপাতত হামবুর্গ, হেসে এবং ব্রেমেনের ক্ষেত্রে এসব নিয়মনীতি প্রযোজ্য হবে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য