1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মান অর্থনীতি নিয়ে দুশ্চিন্তা

৯ জুলাই ২০১৪

জার্মানির অর্থনীতি সংক্রান্ত কিছু সাম্প্রতিক তথ্য নিয়ে ইউরোপের পুঁজিবাজারে দুশ্চিন্তা দেখা দিচ্ছে৷ সম্প্রতি আমদানি-রপ্তানিও কিছুটা কমে গেছে৷ তবে এর জন্য মূলত বিশ্ব অর্থনীতির গতি-প্রকৃতি দায়ী বলে মনে করছেন বিশেষজ্ঞরা৷

https://p.dw.com/p/1CYAW
ছবি: Liudmila Travina/Fotolia

পরিসংখ্যান অনুযায়ী, গত মে মাসে জার্মানির বাণিজ্য বড় ধাক্কা খেয়েছে৷ আমদানি-রপ্তানি দুটোই কিছুটা কমে গেছে৷ ফলে ইউরোপের সবচেয়ে বড় অর্থনীতির প্রবৃদ্ধি প্রশ্নের মুখে৷ এর অন্যতম প্রধান কারণ অবশ্যই বিশ্ব অর্থনীতির ক্ষেত্রে অনিশ্চয়তা৷ বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশগুলিতে রপ্তানির পরিমাণ অনেকটা কমে গেছে৷ চীন সহ কিছু উদীয়মান অর্থনৈতিক দেশ আমদানি কমিয়ে দিয়েছে৷ ইউক্রেন সংকটের কারণে রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্কেরও অবনতি ঘটেছে৷

অন্যদিকে ইউরো এলাকার বাকি দেশগুলিতে জার্মানির রপ্তানি কিছুটা বেড়ে গেছে৷ ইউরো এলাকা সম্পর্কে আশার আলো দেখাচ্ছে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক৷ ইসিবি-র অন্যতম কর্মকর্তা ক্রিস্টিয়ান নয়ার সম্প্রতি বলেছেন, ডিফ্লেশন বা মূল্য-হ্রাসের ঝুঁকি কেটে গেছে, যদিও মূল্যস্ফীতির হার এখনও কম রয়েছে৷ তিনিও এ প্রসঙ্গে বিশ্ব অর্থনীতির কিছু সমস্যার প্রতি দৃষ্টি আকর্ষণ করেন৷ তাঁর মতে, একদিকে ইউরো এলাকা ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে বটে, কিন্তু অন্যদিকে চীনের প্রবৃদ্ধি নিয়ে প্রশ্ন রয়ে গেছে৷ অ্যামেরিকার অর্থনীতির ক্ষেত্রেও প্রত্যাশিত গতি দেখা যাচ্ছে না৷

Symbolbild Euro Spanien
পরিসংখ্যান অনুযায়ী, গত মে মাসে জার্মানির বাণিজ্য বড় ধাক্কা খেয়েছেছবি: Markus Mainka - Fotolia

জার্মানির অর্থনীতি সংক্রান্ত তথ্যের কারণে ইউরোপের পুঁজিবাজারেও দুশ্চিন্তা দেখা দিচ্ছে৷ তার উপর জার্মানির কম্যারৎসবাংক-কে অ্যামেরিকায় মোটা অঙ্কের ক্ষতিপূরণ দিতে হতে পারে৷ ফলে এই ব্যাংকের শেয়ার এক ধাক্কায় কমে গেছে৷ তবে সামগ্রিকভাবে কয়েকটি বড় ইউরোপীয় প্রতিষ্ঠানের দরপতনকে সাময়িক ঘটনা হিসেবেই দেখা হচ্ছে৷ বিশ্লেষকদের আশা, ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক অর্থনীতিকে চাঙ্গা করতে যে সব পদক্ষেপ নিচ্ছে, তার ফলে ইউরোপের পুঁজিবাজার আবার সুদিন দেখতে চলেছে৷

এদিকে প্রবৃদ্ধির স্বার্থে ইউরো এলাকার কড়া বাজেট সংক্রান্ত নিয়ম কিছুটা শিথিল করার পক্ষে সওয়াল করছে ইটালি সহ দুর্বল দেশগুলি৷ জার্মানি সহ শক্তিশালী দেশগুলি যথারীতি এর বিরোধিতা করে চলেছে৷ সংস্কার ও ব্যয়সংকোচের মাধ্যমেই অর্থনীতিকে দীর্ঘমেয়াদি ভিত্তিতে জোরালো করে তোলা সম্ভব বলে মনে করে এ সব দেশ৷ ইটালির প্রধানমন্ত্রী মাটেও রেনসি কর্মসংস্থান বাড়ানো ও বেকারত্ব কমানোর বিষয়টিকেই প্রাধান্য দিতে চান৷ তাঁর মতে, এটা করতে পারলে গোটা ইউরোপের উপকার হবে৷

এসবি/ডিজি (রয়টার্স, ডিপিএ, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য