1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানির অস্ত্র ব্যবসার পালে জোর হাওয়া

২৮ ডিসেম্বর ২০১৯

টানা তিন বছর পতনের পর আবার জার্মানির অস্ত্র ও সামরিক যন্ত্রাংশ রপ্তানি বাণিজ্যে সফলতা ধরা দিতে শুরু করেছে৷

https://p.dw.com/p/3VQXM
Leopard 2A7V MBT
ছবি: picture-alliance/Ralph Zwilling - Tank-Masters.de

এবছর দেশটি এই খাতে ৮০০ কোটি ইউরো আয় করেছে৷

গত বছরের তুলনায় এবছর অস্ত্র রপ্তানি প্রায় ৬৫ শতাংশ বেড়েছে৷ এ বছর জার্মানি থেকে সবচেয়ে বেশি অস্ত্র কিনেছে হাঙ্গেরি৷ আর শীর্ষ ১০ ক্রেতার মধ্যে মিশর দুই এবং সংযুক্ত আরব আমিরাত নয় নম্বরে আছে৷

জার্মানির অস্ত্র রাপ্তানির পালে এই হাওয়ায় সমালোচনাও হচ্ছে৷ বিশ্বজুড়ে অস্ত্র নিয়ন্ত্রণে কাজ করা সংগঠনগুলোর পক্ষ থেকে বলা হয়, শীর্ষ ১০ ক্রেতার তালিকায় থাকা মিশর ও সংযুক্ত আরব আমিরাত ইয়েমেনে সরাসরি যুদ্ধে অংশ নিচ্ছে৷ অর্থাৎ, জার্মানির বিক্রি করা অস্ত্র ইয়েমেনের অসাহায় মানুষের প্রাণ কাড়ছে৷ অথচ জার্মান সরকার প্রতিশ্রুতি দিয়েছিল, তারা আর ওই সব দেশে অস্ত্র বিক্রি করবে না৷

হাঙ্গেরি এবছর জার্মানির কাছ থেকে প্রায় ১৮০ কোটি ইউরোর অস্ত্র কিনেছে৷ মিশরে রপ্তানি হয়েছে প্রায় ৮০ কোটি ইউরো এবং সংযুক্ত আবর আমিরাতে প্রায় ৪৮ কোটি ইউরোর অস্ত্র৷

নিক মার্টিন, বেন নাইট