জার্মানির আখেন শান্তি পুরস্কার পেলো দুটি সংগঠন
১ সেপ্টেম্বর ২০২৩তিনশোর বেশি ব্যক্তি এবং ৫০টির বেশি ধর্মীয়, রাজনৈতিক, শ্রমিক সংগঠন ও সামাজিক গ্রুপের সমন্বয়ে গঠিত একটি সংগঠন প্রতিবছর আখেন শান্তি পুরস্কার দিয়ে থাকে৷ ১৯৮৮ সালে প্রথম এটি দেয়া হয়েছিল৷ ১ সেপ্টেম্বর জার্মানির যুদ্ধবিরোধী দিবসে বিজয়ীদের হাতে এই পুরস্কার তুলে দেয়া হয়৷
ফার নেটওয়ার্ক
‘ফেমিনিস্ট অ্যান্টি-ওয়ার রেসিস্টেন্স' এফএআর বা ফার রাশিয়ার শান্তিকামী নারীদের একটি নেটওয়ার্ক যেটি ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই এর বিরোধিতা করে আসছে৷ ইউক্রেনে হামলা শুরুর পরদিন এর সমালোচনা করে অনলাইনে একটি ঘোষণাপত্র প্রকাশ করেছিল ফার৷ এরপর ইউক্রেনের মারিউপলে রুশ বাহিনী কয়েক হাজার সাধারণ নাগরিককে হত্যা করলে তার প্রতিবাদ জানান ফার নেটওয়ার্কের কর্মীরা৷ এছাড়া যুদ্ধবিরোধী স্টিকার বিতরণ এবং সুপারমার্কেটে পণ্যের মূল্যের উপর যুদ্ধে নিহতের সংখ্যা সম্বলিত স্টিকার সেঁটে দিয়েছিলেন তারা৷
বর্তমানে এই নেটওয়ার্ক রাশিয়ার ভেতর ও বাইরে থেকে কার্যক্রম চালিয়ে যাচ্ছে৷
ফার নেটওয়ার্কের এক সদস্য একাতেরিনা (নিরাপত্তার খাতিরে পুরো নাম প্রকাশ করা হচ্ছে না) বর্তমানে জার্মানিতে বাস করছেন৷ ডয়চে ভেলেকে তিনি বলেন, ফার-এর কর্মীরা রাশিয়ার সব বড় শহরে কাজ করছেন৷ তারা আবাসিক ভবনে গোপনে শান্তিকামী সংবাদপত্র বিতরণ করে থাকেন৷ এসব সংবাদপত্রে রেসিপির আড়ালে পুরুষেরা কীভাবে যুদ্ধে যাওয়া এড়াতে পারেন সেই সব কৌশল থাকে বলে ডয়চে ভেলেকে জানান জার্মানিতে বাস করা ফার-এর আরেক কর্মী ওলগা৷ এসব কাজ ছাড়াও ফার আরও যেসব কাজ করছে সেগুলোর খবর কোথাও প্রকাশ করা হয় না৷ এমনকি এসব কাজে যুক্ত অনেক কর্মীও তা জানেন না৷ নেটওয়ার্কের পক্ষ থেকে আইনি উপদেশ, মানসিক পরামর্শইত্যাদিও দেয়া হয়ে থাকে৷
এইচআরডিএফ
আখেন শান্তি পুরস্কার পাওয়া আরেক সংগঠন ‘হিউম্যান রাইটস ডিফেন্ডার্স ফান্ড' বা এইচআরডিএফ৷ ইসরায়েল ও ফিলিস্তিনের মানবাধিকার কর্মীদেরআইনি পরামর্শ দিয়ে থাকে এই সংগঠন৷
ফিলিস্তিনি এলাকায় ইসরায়েলি দখলদারিত্বের বিরোধিতা করা, ইসরায়েলে ফিলিস্তিনি সংখ্যালঘুদের নাগরিক অধিকার রক্ষা, এলজিবিটি অধিকার ও জলবায়ু নিরাপত্তা নিয়ে কাজ করা ইসরায়েলি ও ফিলিস্তিনিদের আইনি সহায়তা দিয়ে থাকে এইচআরডিএফ৷
একটি হটলাইনের মাধ্যমে এই সংগঠনের সঙ্গে যোগাযোগ করা যায়৷ অহিংস আন্দোলনের সময় ইসরায়েলের পুলিশ বা সামরিক বাহিনীর হাতের গ্রেপ্তার হওয়া ইসরায়েলি বা ফিলিস্তিনিরা পরামর্শের জন্য যোগাযোগ করতে পারেন৷ ‘‘তাদের জানা প্রয়োজন যে আমরা তাদের জন্য আছি,'' ডয়চে ভেলেকে বলেন এইচআরডিএফ এর আরিয়েল সাদি গর্ডন৷
রোমান গনশারেঙ্কো, তানিয়া ক্র্যামার/জেডএইচ