জার্মানি অস্ত্র রপ্তানি বন্ধ করবে?
৫ জানুয়ারি ২০১৬সম্প্রতি এক শিয়া মাওলানা সহ আরও তিন শিয়া এবং আল-কায়েদার সদস্য হওয়ার অভিযোগে ৪৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর করে সৌদি আরব৷ এই ঘটনায় ইরান ও সৌদি আরবের মধ্যে ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে৷ তেহরানে সৌদি আরবের দূতাবাসে হামলা হয়েছে৷
জার্মানি, ফ্রান্স সহ আন্তর্জাতিক বিশ্ব উত্তেজনা প্রশমনে দুই দেশের মধ্যে আলোচনার আহ্বান জানিয়েছেন৷
২০১৫ সালের প্রথম ছয় মাসে গাল্ফ অঞ্চলের জন্য একাধিক অস্ত্র রপ্তানি চুক্তি অনুমোদন করে জার্মানি৷ এর মধ্যে সৌদি আরবের জন্য ১৫টি প্যাট্রল বোট রয়েছে৷
জার্মানির একজন অস্ত্র-বিরোধী অ্যাকটিভিস্ট ইয়ুর্গেন গ্র্যাসলিন ডয়চে ভেলেকে বলেন, ‘‘২০০৮ সালে জার্মান সরকার হেকার অ্যান্ড কখ (জার্মানির অন্যতম অস্ত্র প্রস্তুতকারক) কোম্পানিকে জি৩৬ রাইফেল তৈরির অনুমতি দেয়৷ সেই অস্ত্র এখন ব্যবহার করছে সৌদি সেনাবাহিনী৷
‘‘নৈতিক দিক দিয়ে দেখলে এটি একটি অপরাধ৷ কারণ ছোট অস্ত্র বলে পরিচিত এসব অস্ত্রই বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী অস্ত্র৷ এ সব ছোট অস্ত্র দিয়েই প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ মারা হয়'', বলেন গ্র্যাসলিন৷
তবে জার্মানির অর্থনৈতিক বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, দেশটি সৌদি আরবে ট্যাঙ্ক, মেশিনগান কিংবা কোনো স্বয়ংক্রিয় অস্ত্র বিক্রি করছে না৷ এর বদলে চার চাকার গাড়ি এবং সামরিক যান, ড্রোন ও লঞ্চারের জন্য কিছু যন্ত্রাংশ বিক্রি করছে৷
মন্ত্রণালয়ের মুখপাত্র আন্দ্রেয়াস আউড্রেচ বলেন, ‘‘ঐ অঞ্চলে (গল্ফ) অস্ত্র রপ্তানি অনুমোদনের ক্ষেত্রে আমরা নিয়ন্ত্রণমূলক পন্থা অবলম্বন করে থাকি৷''
জার্মানির কি সত্যিই অস্ত্র রপ্তানি বন্ধ করা উচিত? আপনার মন্তব্য জানান নীচের ঘরে৷