1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘জার্মানির কোচের পরীক্ষা-নিরীক্ষা এবারে কাজে লাগে নি'

৩০ জুন ২০১২

উয়েফা ইউরো ২০১২র সেমিফাইনাল পর্যায়ে পর্তুগাল ও জার্মানির বিদায়ের পর রবিবার ফাইনালে মুখোমুখি হচ্ছে স্পেন ও ইটালি৷ জার্মানি এখনো এই বিপর্যয় মেনে নিতে পারছে না৷

https://p.dw.com/p/15OIb
Germany's coach Joachim Loew sits on a platform before the Euro 2012 semi-final soccer match between Germany and Italy at the National stadium in Warsaw, June 28, 2012. REUTERS/Kai Pfaffenbach (POLAND - Tags: SPORT SOCCER)
ছবি: Reuters

‘জার্মানির কোচের পরীক্ষা-নিরীক্ষা এবারে কাজে লাগে নি'

উয়েফা ইউরো ২০১২র সেমিফাইনাল পর্যায়ে পর্তুগাল ও জার্মানির বিদায়ের পর রবিবার ফাইনালে মুখোমুখি হচ্ছে স্পেন ও ইটালি৷ জার্মানি এখনো এই বিপর্যয় মেনে নিতে পারছে না৷

প্রাথমিক উত্তেজনা কাটিয়ে দুটি সেমিফাইনাল ম্যাচের দিকে ফিরে তাকাচ্ছেন আমাদের ফুটবল বিশেষজ্ঞ অরুণাভ চৌধুরী৷ তাঁর মতে, জার্মানির কোচ ইওয়াখিম ল্যোভ চেষ্টা করেছিলেন আবার তিনজন প্লেয়ারকে পাল্টানোর৷ কিন্তু সেই সিদ্ধান্তে ফল হয় নি৷ লুকাস পডলস্কি ও মারিও গোমেজ নিজেদের স্থানে থেকে ঠিকমতো ম্যাচের মধ্যে ঢুকতে পারেন নি৷ তার উপর টোনি ক্রোস'কে নামানোর ফলে মেসুত ও্যজিল'কে ডান ফ্ল্যাংকে যেতে হয়েছে৷ ক্রোস মাঝ মাঠে খেলে পিরলো'কে পাহারা দেবার চেষ্টা করেছে৷ কিন্তু গ্রিসের বিরুদ্ধে ম্যাচে জার্মানির আক্রমণের যে শক্তি দেখা গেছে, সেমিফাইনাল ম্যাচে তার অভাব স্পষ্ট৷

যে টিম সাফল্য দেখাচ্ছে, জয়ের মুখ দেখছে – সেই টিমে রদবদল করা কি ঠিক? এ নিয়ে প্রশ্ন উঠলেও জার্মানির কোচ ইওয়াখিম ল্যোভ এই প্রতিযোগিতায় সেই বাঁধাধরা ছকে আটকে থাকতে চান নি৷ ১১ নয়, ২৩ জন খেলোয়াড়ই ভালো – এই যুক্তি দেখিয়ে তিনি প্রতিটি ম্যাচে বেশ পরিবর্তন করেছেন৷ এই মনোভাবে সাফল্যও এসেছে বটে, শুধু ইটালির বিরুদ্ধে ম্যাচে সেই ফর্মুলা কাজ করে নি, মনে করেন অরুণাভ৷ অন্যদিকে ইটালি অত্যন্ত লড়াকু মনোভাব দেখিয়েছে৷ মারিও বারোতেলি'র দিকেই সবার নজর৷ বিশেষ করে তাঁর দ্বিতীয় গোলটি ছিল অসাধারণ৷

স্পেন-পর্তুগাল ম্যাচকে ঘিরে অনেক আশা ছিল অরুণাভর৷ রেয়াল মাদ্রিদ'এর অনেক খেলোয়াড় এই ম্যাচে উপস্থিত ছিলেন৷ কিন্তু পর্তুগাল মূল রক্ষণাত্মক ফুটবল খেলে গেছে৷ কিন্তু দীর্ঘ এই ম্যাচে তারা ক্লান্ত হয়ে পড়ছিল৷ অতিরিক্ত সময়ের পর পেনাল্টি শুটআউট মানেই ভাগ্যের বিষয়৷ সেখানে ভাগ্যদেবতা স্পেনের প্রতিই প্রসন্ন ছিলেন৷

সাক্ষাৎকার: সঞ্জীব বর্মন

সম্পাদনা: দেবারতি গুহ