1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানির বিশ্বকাপ দলের রূপরেখা স্পষ্ট হল

৬ মে ২০১০

বৃহস্পতিবার স্টুটগার্টে জার্মান জাতীয় দলের ২৭ জনের প্রাথমিক তালিকা পেশ করলেন কোচ ইয়োআখিম ল্যোভ৷ ১লা জুনের মধ্যে তাঁকে ২৩ জনের চূড়ান্ত টিম স্থির করতে হবে৷

https://p.dw.com/p/NFes
জার্মান দলের কোচ ল্যোভছবি: picture alliance / dpa

ক্যাপ্টেন হিসেবে মিশায়েল বালাকই যে দায়িত্ব পালন করবেন, তা একপ্রকার নিশ্চিত ছিল৷ বেশ নাটকীয় কায়দায় তালিকা পেশ করা হল৷ নাম ঘোষণা নয়, ছোট ও আকর্ষণীয় এক চলচ্চিত্রের মধ্যে একের পর এক নাম পর্দায় ফুটে উঠলো৷ সঙ্গে ছিল বালাক’এর কিছু মন্তব্য৷ সবচেয়ে বেশি আগ্রহ ছিল নতুন গোলকিপারকে কেন্দ্র করে৷ প্রধান গোলকিপার রেনে আডলার আহত হওয়ায় যে শূণ্যতার সৃষ্টি হয়েছে, তা পূরণ করার চেষ্টা চলছে৷ প্রাক্তন গোলকিপার লেমান আগ্রহ দেখালেও কোচ ল্যোভ বিষয়টিকে আমল দেন নি৷ গোলকিপার স্কোয়াডে শালকে দলের মানুয়েল নয়ার এবং ভেয়ার্ডার ব্রেমেন-এর টিম ভিজে’র সঙ্গে আনা হয়েছে বায়ার্ন মিউনিখের হান্স-ইয়র্গ বুট’কেও৷ প্রত্যাশিত তালিকার বাইরেও নতুন কিছু নাম দেখা যাচ্ছে৷ হল্গার বাডস্টুবার খেলবেন ডিফেন্সে৷ বায়ার্ন মিউনিখ ক্লাবের আরও কিছু খেলোয়াড় জাতীয় টিমে স্থান পাচ্ছে৷ হামবুর্গ-এর ডেনিস আওগো নতুন সদস্য হিসেবে স্থান পাচ্ছেন৷

Champions League 6. Spieltag 2009 Butt
গোলকিপার স্কোয়াডে সংযোজন হল হান্স-ইয়র্গ বুট’এর নামছবি: AP

১লা জুন ফিফার কাছে জাতীয় দলের ২৩ জনের চূড়ান্ত তালিকা জমা দিতে হবে৷ তারপর দক্ষিণ আফ্রিকা রওনা দেওয়ার আগে মাল্টা, হাঙ্গেরি ও বসনিয়া হ্যারৎসোগোভিনার বিরুদ্ধে ৩টি পরীক্ষামূলক ম্যাচ খেলবে এই টিম৷ তারপর ৬ই জুন লুফটহানসার সদ্য কেনা বিশাল এয়ারবাস ৩৮০ বিমানে জোহানেসবার্গের উদ্দেশ্যে রওনা হবে জার্মানির জাতীয় টিম৷ ১৩ই জুন গ্রুপ পর্যায়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জার্মানি খেলবে প্রথম ম্যাচ৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন
সম্পাদনা: আব্দুল্লাহ আল ফারূক