রাজনীতিকদের হত্যার হুমকি
২০ জুন ২০১৯কাসেলের শরণার্থী সমর্থক প্রেসিডেন্ট ল্যুবকে-কে হত্যার সঙ্গে উগ্র-ডানপন্থীরা জড়িত বলে সন্দেহ তদন্তকারীদের৷ এর মধ্যে বুধবার পুলিশ জানিয়েছে, কোলনের মেয়র হেনরিয়েটে রেকারকে হত্যার হুমকি পেয়েছেন৷
পুলিশের বরাত দিয়ে কোলনের বহুল প্রচারিত পত্রিকা ‘বিল্ড' জানিয়েছে, মেয়রকে হুমকি দেওয়ার পেছনেও উগ্র-ডানপন্থীদের কেউ জড়িত থাকতে পারে৷ তবে, দুইটি ঘটনা একইসূত্রে গাঁথা কি-না, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি৷
জুনের শুরুতে গুপ্তহত্যার শিকার হন কাসেলের আঞ্চলিক প্রেসিডেন্ট ল্যুবকে৷ শরণার্থী ইস্যুতে জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের নীতির পক্ষে ছিলেন তিনি৷ হত্যার পর থেকে উগ্র-ডানপন্থী এএফডি দলের বিরুদ্ধে অভিযোগের আঙ্গুল তুলছে অন্য রাজনৈতিক দলগুলো৷
এর আগে ২০১৫ সালে ভোটের প্রচারের সময় এক হামলার গুরুতর আহত হয়েছিলেন মেয়র হেনরিয়েটে রেকার৷ ডানপন্থী এক উগ্রবাদী তাঁর উপর ছুরি নিয়ে হামলা চালিয়েছিল৷ শরণার্থীদের পক্ষে অবস্থান নেওয়ায় তাঁকে টার্গেট করার কথা জানিয়েছিল হামলাকারী৷
হুমকি পাওয়া অন্য রাজনীতিকরা
হেনরিয়েটে ছাড়া আরো কয়েকজন শরণার্থী সমর্থক রাজনীতিক হত্যার হুমকি পেয়েছেন বলে জানিয়েছে জার্মানির বিভিন্ন সংবাদমাধ্যম৷
স্থানীয় পাবলিক ব্রডকাস্টার ভেডেএয়া জানিয়েছে, হত্যার হুমকি পাওয়া রাজনীতিকদের মধ্যে পশ্চিমের শহর আল্টেনার মেয়র আন্ড্রিয়াস হলস্টেইন রয়েছেন৷ রেকারের মতো হলস্টেইনও ২০১৭ সালে একটি দোকানে অভিবাসন-বিরোধী এক ব্যক্তির হামলায় আহত হয়েছিলেন৷
সব ঘটনার তদন্ত তদারক করছে করছে রাজধানী বার্লিনের তদন্তকারীরা৷ ল্যুবকে হত্যার ঘটনায় আটক আছেন এক ব্যক্তি, যাকে উগ্র-ডানপন্থী সমর্থক হিসাবে মনে করা হচ্ছে৷
রেবেকা স্টাউডেনমাইয়ার/এমবি