1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সবচেয়ে জনপ্রিয় খাবার কারিভুর্স্ট

১৬ মে ২০১৮

জার্মানরা সসেজ পছন্দ করেন৷ আর সেটা যদি টমেটো সস, ‘কারি' পাউডার আর মুচমুচে আলু ভাজা দিয়ে পরিবেশন করা হয়, তাহলে তো কথাই নেই! হ্যাঁ, গত প্রায় ২৬ বছর ধরে মধ্যাহ্নভোজে এ খাবারই জার্মানদের সবচেয়ে প্রিয়৷

https://p.dw.com/p/2xnR2
Currywurst
ছবি: Imago/R. Wölk

কারিভুর্স্ট – লম্বা, পুরু সসেজ, গ্রিল বা ভাজা করা৷ তার ওপর টমেটো কেচাপ এবং ‘কারি' পাউডার ছড়ানো৷ জার্মানির ক্যান্টিনগুলোয় ঐতিহ্যবাহী এই কারিভুর্স্ট আজও খাদ্যরসিকদের রসনাকে তৃপ্ত করে চলছে৷ বলছে জার্মানির নর্থ রাইন ওয়েস্টফেলিয়া রাজ্যের একটি ক্যাটারিং কোম্পানি ‘আপেটিটো'৷

কোম্পানিটি প্রতি বছরই নানারকম সমীক্ষা করে থাকে৷ ২০১৭ সালে তারা জার্মানির বিভিন্ন ক্যান্টিন বা ক্যাফেটেরিয়ার জনপ্রিয় খাবার নিয়ে অনুসন্ধান চালিয়েছিল৷ এই অনুসন্ধানই বলছে, কারিভুর্স্ট এর সঙ্গে আলু ভাজা বা মুচমুচে চিপসের রাজযোটক বন্ধন অগণিত জিহ্বার স্বাদ মিটিয়ে টানা ২৫ বছর ধরে শীর্ষে অবস্থান করে এবার ২৬তম বছরে পৌঁছিয়েছে৷

রসনার বিচারে দ্বিতীয় স্থানে দখল করেছে আলু ভাজার সঙ্গে ঐতিহ্যশালী শ্নিটসেল৷ আর গতবছর থেকে তৃতীয় স্থানে রয়েছে ইটালির ‘স্প্যাগেটি বোলোনেসে'৷ বলা বাহুল্য, জার্মান ক্যান্টিনগুলোতে আঞ্চলিক এবং আন্তর্জাতিক ডিশের মিশ্রণ দেখা যায়৷

ঐতিহ্যশালী স্বাদ

কিন্তু জার্মানির বিভিন্ন ক্যান্টিনের মালিকদের মধ্যে অনেকেই অবশ্য এই তালিকার সঙ্গে একমত নন, বিশেষ করে সাবেকি খাওয়ার বা ছোটদের কথা ধরা হলে৷ তাঁদের কথায়, স্কুল এবং কিন্ডারগার্টেনের বাচ্চারা ভাত এবং মিট বল দিয়ে টমেটো সুপ খেতে পছন্দ করে৷ নিরামিষ রাভিওলি এবং নিরামিষ মুসুর ডালের সুপও পছন্দ করে তারা৷

‘আপেটিটো' অবশ্য এ কথাও বলছে যে, ছোটরা এবং টিনেজাররা খাবারদাবারে বৈচিত্র্য পছন্দ করে৷ যে     

তুলনায় বড়রা অনেক বেশি প্রথামাফিক বা সাবেক খাবারদাবার পছন্দ করেন৷ যেমন বয়স্করা সকলেই একবাক্যে ‘বিফ রোলাডে' পছন্দ করেন৷ গরুর মাংস, সেদ্ধ আলু আর লাল বাঁধাকপি সহযোগে এই সাবেক খাবার তাই প্রথম স্থান দখল করেছে বড়দের মধ্যে৷ দ্বিতীয় স্থানে আছে মিটলোফের সঙ্গে পার্সলে প্যাটি এবং সাওয়ারক্রাউটের যুগলবন্দী৷ আর বিফ সহযোগে সবুজ বিনের স্টু হচ্ছে তৃতীয় সেরা সাবেক খাবার৷

স্বাদ বনাম স্বাস্থ্য

তবে খাবারের স্বাদই যে শেষ কথা নয়, সেটাও জানা গেল জার্মান পুষ্টিবিদের কাছ থেকে৷ জার্মান নিউট্রিশনাল অ্যাসোসিয়েশনের (ডিজিই) বিশেষজ্ঞ সুজান লাইটজেন দুপুরবেলার আহারে এই সব খাবার থেকে মানুষকে দূরে থাকার পরামর্শই দিয়েছেন৷ তাঁর মতে, মানুষ খাবারের পাতে শাকসবজি এবং যৌগিক শর্করা গ্রহণ করেই দিব্যি সুস্থ থাকতে পারেন৷

ডিজিই-র সমীক্ষায় দেখা গিয়েছে, জার্মানির দুই তৃতীয়াংশ পুরুষ এবং প্রতি দু'জনের মধ্যে একজন নারী অতিরিক্ত ওজনের শিকার৷ সত্যি বলতে, জার্মানিতে প্রতি চারজনের মধ্যে একজন প্রাপ্তবয়স্ক মারাত্মকরকম অতিরিক্ত ওজনবিশিষ্ট৷

কাজেই কোনটা খাওয়া উচিত আর উচিত নয়, সেটা সবসময় স্বাদ বিচার করে বলা যাবে না৷

আলেকজান্ডার পিয়ার্সন/পিএস

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য