1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইইউ-তে সংস্কারের উদ্যোগ

১৯ এপ্রিল ২০১৮

ইউরোপীয় ইউনিয়নের সংস্কারের উদ্যোক্তা হিসেবে জার্মানির সমর্থন পেতে তৎপর ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ৷ কিন্তু তাঁর বেশ কিছু প্রস্তাব বিরোধিতার মুখে পড়েছে৷ ইইউ শীর্ষ সম্মেলনের আগে ঐকমত্য চান তিনি৷

https://p.dw.com/p/2wIj1
এমানুয়েল মাক্রোঁ ও আঙ্গেলা ম্যার্কেল
ছবি: Reuters/C. Hartmann

ব্রেক্সিট-সহ একাধিক চ্যালেঞ্জ সামলাতে ব্যস্ত ইউরোপীয় ইউনিয়ন৷ অনেকের মতে, প্রাতিষ্ঠানিক দুর্বলতা কাটিয়ে ইইউ-কে বর্তমান যুগের উপযোগী করে তোলার এটাই সঠিক সময়৷ এই মতবাদের কাণ্ডারী হিসেবে আসরে নেমেছেন ফ্রান্সের তরুণ প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ৷ তিনি মঙ্গলবার ইউরোপীয় পার্লামেন্টে সেই সংস্কারের প্রস্তাবের এক রূপরেখা তুলে ধরেছেন৷

তবে ইউরোপের অপর চালিকা শক্তি জার্মানিকে সঙ্গে না পেলে সেই পরিকল্পনা বাস্তবায়ন করা কার্যত অসম্ভব৷ অথচ মাক্রোঁর কিছু প্রস্তাব জার্মানিতে বিরোধিতার মুখে পড়েছে৷ এমনই প্রেক্ষাপটে বার্লিনে জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল-এর সঙ্গে আলোচনায় বসছেন মাক্রোঁ৷ আগামী জুন মাসে ইউরোপীয় ইউনিয়ন শীর্ষ সম্মেলনের আগে সংস্কারের পরিকল্পনাকে যতটা সম্ভব এগিয়ে নিয়ে যাওয়াই তাঁর লক্ষ্য৷

অভিজ্ঞ নেতা হিসেবে ম্যার্কেল নিজেও ইউরোপীয় ইউনিয়নের সংস্কারের প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন৷ কিন্তু চ্যান্সেলর হিসেবে চতুর্থ কার্যকালে তিনি আর আগের মতো শক্তিশালী নেই৷ একদিকে সংসদে আসন কমে গেছে৷ জোটসঙ্গী এসপিডি দল ইউরোপপন্থি হলেও নিজের ইউনিয়ন শিবিরেই ইউরোপ-সহ নানা বিষয়ে বাধার মুখে পড়ছেন তিনি৷ মাক্রোঁ-র প্রস্তাবিত সংস্কার সম্পর্কেও সিডিইউ ও সিএসইউ দলে যথেষ্ট সংশয় রয়েছে৷ বিশেষ করে ইউরো এলাকার নিজস্ব বাজেট ও ইইউ স্তরে বেলআউটের জন্য নির্দিষ্ট তহবিল গড়ার বিরোধিতা করছে এই শিবিরের একটা বড় অংশ৷ বার্লিনে গিয়ে মাক্রোঁ সেই সব সংশয় দূর করতে পারবেন, এমন প্রত্যাশা কেউ করছে না৷

ইউরোপে আর্থিক ও অর্থনৈতিক সংকটের সময় থেকেই জার্মানিতে সংকটগ্রস্ত দেশগুলির জন্য ‘বেলআউট' নিয়ে বিরোধিতা দেখা গেছে৷ লাগামহীন ব্যয়, চরম বাজেট ঘাটতি অথবা অস্বাভাবিক ঋণভারের কারণে এই সব দেশে সংকট কাটাতে বাড়তি অর্থের প্রয়োজন হয়েছে৷ কিন্তু জার্মান করদাতাদের অর্থ ব্যয় করে তাদের প্রতি সংহতি দেখাতে চায়নি জার্মান রাজনীতি জগত৷ বরং গ্রিস-সহ বাকি দেশগুলিকে নিজস্ব সংস্কার চালিয়ে আবার ‘স্বাভাবিক' অবস্থায় ফিরে আসার উৎসাহ দিয়েছে জার্মানি৷ সে কারণে ইউরোপীয় অর্থ তহবিলের মতো উদ্যোগের বিষয়ে সংশয় কাজ করছে৷ ইউরোপের উত্তরের দেশগুলিও মাক্রোঁর প্রস্তাব সম্পর্কে সংশয় প্রকাশ করছে৷

মাক্রোঁ সংহতির ভিত্তিতে ইইউ-র সংস্কারের যে প্রস্তাব দিচ্ছেন, তার পালটা মডেল হিসেবে জার্মানি রাষ্ট্রজোট হিসেবে প্রতিযোগিতার বাজারে ইইউ-কে আরও মজবুত করে তোলার পক্ষে৷ জার্মানি চায়, দুর্বল দেশগুলিকে ধারাবাহিকভাবে শুধু বাইরে থেকে সাহায্যের উপর নির্ভরশীল না রেখে প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে তাদের অর্থনৈতিকভাবে শক্তিশালী হয়ে উঠতে হবে৷ ম্যার্কেল সেইসঙ্গে অভিন্ন শরণার্থী নীতির পক্ষেও সওয়াল করছেন৷ পররাষ্ট্র, প্রতিরক্ষা ও গবেষণার ক্ষেত্রেও অভিন্ন ইউরোপীয় নীতি চান তিনি৷

এসবি/ডিজি (এএফপি, রয়টার্স)