জাহাজ ভাঙা শিল্পে হাইকোর্টের নতুন আদেশ
১২ মে ২০১০জাহাজ ভাঙা শিল্প
চট্টগ্রামের সীতাকুণ্ডে জাহাজ ভাঙা শিল্পের কারণে পরিবেশের ক্ষতি নিয়ে আলোচনা চলছে বেশ কিছুদিন ধরে৷ বিশেষ করে, যেসব জাহাজ ভাঙতে নিয়ে আসা হয়, তার মধ্যে বিষাক্ত বর্জ্য থাকে যা মানুষ এবং পরিবেশের জন্য খুবই ক্ষতিকর৷ অনলাইন পত্রিকা বিডিনিউজ টোয়েন্টি ফোর ডট কম জানাচ্ছে, পরিত্যক্ত জাহাজ ভাঙার জন্য বাংলাদেশে আনার আগেই রপ্তানিকারক দেশকে জানাতে হবে যে সেটি বর্জ্যমুক্ত কিনা৷ এরপর বাংলাদেশ পরিবেশ অধিদপ্তর পরিবেশগত ছাড়পত্র দিলেই সেটিকে ভাঙার জন্য নেয়া যাবে৷ মঙ্গলবার বাংলাদেশের হাইকোর্ট এই নির্দেশ দিয়েছে৷
ভাওয়াল গড়ের শালবনের করুণ দশা
দৈনিক প্রথম আলো জানাচ্ছে এই খবর৷ শিরোনাম, ‘মুমুর্ষ শালবনের নতুন বিপদ'৷ পত্রিকাটির দাবি, গত শতকের ষাটের দশক পর্যন্ত চিতা বাঘসহ নানা ধরণের বন্য প্রাণীর আবাস ছিল শাল বনে৷ প্রায় ৬৫ হাজার একরের এই বনভূমি ছিল ভাওয়াল জমিদারের সম্পত্তি৷ কিন্তু বর্তমানে বিভিন্ন সংযোগ সড়ক তৈরির নামে দেদার কাটা হচ্ছে গাছ৷ সেইসঙ্গে আশেপাশের কলকারখানা আর জনগণের উৎপাৎ তো রয়েছেই৷ তার ওপরে নানাভাবে এই বনের জমি দখল করছে ভূমিদস্যুরা৷ আর তাই এখন বেহাল দশা শালবনের৷
প্রথম আলো আরো জানিয়েছে, যে বনে আগে বাঘ কিংবা হরিণের সন্ধান মিলতো, সেখানে এখন সবচেয়ে বড় প্রাণী যেটি, সেটির নাম পাতি শিয়াল৷
চিকিৎসকদের ঢাকাপ্রীতি
দৈনিক কালের কন্ঠ দিয়েছে এই খবর৷ শিরোনাম, ‘চিকিৎসকদের ঢাকাপ্রীতি'৷ পত্রিকাটির দাবি, সরকারি চিকিৎসকদের ঢাকার বাইরে বদলি করা যাচ্ছে না৷ দু-একজনকে বদলি করা হলেও তাঁরা আবার তদবির করে ঢাকায় ফিরছেন৷ আর যারা ফিরতে পারছেন না, তাঁরা নাকি কর্মক্ষেত্রে অনিয়মিত থেকে ঢাকায় নিয়মিত চেম্বার খুলে বসেছেন৷ এছাড়া, ঢাকায় থাকার জন্য অনেকে নাকি সরকারি চাকরি ছাড়তেও দ্বিধা করছেন না৷
প্রতিবেদক: আরাফাতুল ইসলাম
সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী