1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘জিডিপির অগ্রগতির পাশাপাশি সার্বিক উন্নয়নও দরকার’

১৬ অক্টোবর ২০২০

মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ- শিরোনামের খবরে প্রতিক্রিয়া জানিয়েছেন অনেক পাঠক৷ সেখানে জিডিপির অগ্রগতির পাশাপাশি দেশের সার্বিক উন্নয়ণ ও নিরাপত্তা প্রয়োজনের কথাও বলেছেন কেউ কেউ৷

https://p.dw.com/p/3k1Xu
Global Ideas Bangladesch Menschenmengen in Dhaka
ছবি: picture-alliance/NurPhoto/D. Cupolo

মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ- শিরোনামের খবরে প্রতিক্রিয়া জানিয়েছেন অনেক পাঠক৷ সেখানে জিডিপির অগ্রগতির পাশাপাশি দেশের সার্বিক উন্নয়ণ ও নিরাপত্তা প্রয়োজনের কথাও বলেছেন কেউ কেউ৷

আন্তর্জাতিক মুদ্র তহবিল আইএমএফ মনে করে, ২০২০ সালে মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়িয়ে যেতে পারে বাংলাদেশ৷ ডয়চে ভেলেতে এ বিষয়ের প্রতিবেদনটি পড়ে পাঠক শামসুর রহমান লিখেছেন, ‘‘বাংলাদেশিরা চিকিৎসা এবং ভ্রমণের জন্য প্রচুর টাকা ভারতে খরচ করে আসে এবং তার ওপর ভারতের জিডিপির অনেকাংশ নির্ভর করে, করোনার কারণে যা বন্ধ৷ সব মিলিয়ে বাংলাদেশের উপর ভারতের অর্থনীতি এখন অনেকাংশে নির্ভরশীল৷''

আর পাঠক নূর ইসলাম মনে করেন, বাংলাদেশের অর্থনীতির একটা বিরাট অংকের টাকা এবার বিদেশে যায়নি৷ দেশের টাকা দেশেই খরচ করেছেন জনগণ আর সে কারণেই জিডিপির অগ্রগতি৷

‘‘জিডিপি মাত্রই উন্নয়ন না৷ জিডিপি অর্জন করতে গিয়ে চারপাশে সব ভেঙে পড়ছে৷''  মন্তব্য পাঠক গোলাম রব্বানির৷

বোরহান উদ্দিন তারেকের মন্তব্য, ‘‘ভালো খবর, তবে জিডিপির অগ্রগতির সাথে সাথে সার্বিক উন্নয়নও দরকার৷''

বাংলাদেশে দুর্নীতি না হলে দেশ অনেক আগেই বদলে যেতো বলে ধারণা পাঠক শিরাজের৷ পাঠক সুমন মোহাম্মদ এবং মেজবাহ উদ্দিন আহমেদও পাঠক শিরাজের সঙ্গে একমত৷

তবে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে হতাশ পাঠক  রকিবুল হাসান দুর্জয়৷তার মন্তব্য, ‘‘জিডিপির হিসাব দিয়ে আমরা কী করবো? দম বন্ধ হয়ে যাচ্ছে এই দেশে৷ চাকরি নেই,স্বাধীনতা নেই, নিরাপত্তা নেই, আমার অধিকার নেই, ভোটের অধিকার নেই৷ কী হবে এই জিডিপির অগ্রগতির গল্প শুনে?''

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: আশীষ চক্রবর্ত্তী