1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জিম্বাবোয়ে সিরিজে মাশরাফি অধিনায়ক?

১৯ ফেব্রুয়ারি ২০২০

ফিট থাকলে জিম্বাবোয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বেই মাঠে নামবে বাংলাদেশ৷ সেক্ষেত্রে গত বিশ্বকাপের পর আবারও জাতীয় দলের হয়ে মাঠে নামতে যাচ্ছেন তিনি৷

https://p.dw.com/p/3Y0Qu
ছবি: Reuters/J. Sibley

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বুধবার এক সংবাদ সম্মেলনে মাশরাফির দলে ফেরার সম্ভাবনার কথা জানান বলে জানায় ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম৷

পাপন জানান, ফিটনেস প্রমাণ করতে পারলে গত বিশ্বকাপের পর এই সিরিজ দিয়েই আবার জাতীয় দলের হয়ে মাঠে নামতে যাচ্ছেন দেশের সফলতম ওয়ানডে অধিনায়ক ও বোলার মাশরাফি৷

গত বছর ইংল্যান্ড বিশ্বকাপ থেকেই মাশরাফি চোটে ভুগছেন৷ বিশ্বকাপের পরপর শ্রীলঙ্কা সফরে যেতে পারেননি৷ গত বিপিএলেও খেলেছেন চোট-আঘাত নিয়ে৷ জিম্বাবুয়ে সিরিজকে সামনে রেখে আপাতত ফিট হয়ে ওঠার চেষ্টা চালিয়ে যাচ্ছেন,জিম করছেন নিয়মিত৷

বিশ্বকাপে চোট পাওয়ার পর মাশরাফির অবসর নিয়েও কথা উঠেছে৷ যদিও তিনি নিজে এখনো অবসর নিয়ে ভাবছেন না, বরং খেলা চালিয়ে যেতে চাচ্ছেন বলে জানিয়েছেন৷

বিসিবি সভাপতি বলেন, ‘‘সাকিবের মতো ক্রিকেটার আমাদের হাতে নেই,অধিনায়ক মাশরাফির বিকল্পও এই মুহূর্তে আমাদের হাতে নেই৷ কিন্তু মাশরাফিকে আগে বিপ টেস্টে পাশ করতে হবে৷ মাশরাফি বিপ টেস্ট পাশ না-ও করতে পারে৷ এটা একটা ব্যাপার৷

‘‘আবার বাংলাদেশের ক্রিকেটে মাশরাফির অবদান অস্বীকার করার কোনো উপায়ও নেই৷ ওর নেতৃত্ব গুরুত্বপূর্ণ ছিল৷ কিন্তু এটাও জানি, ওকে একটা সিন্ধান্ত নিতে হবে যে ও আর কতদিন খেলবে৷''

বিপ টেস্টের কথা বলা হলেও সেটা খুব কড়াকড়ি হবে না বলে নিশ্চিত করেছেন নাজমুল হাসান৷

তবে কি এটাই অধিনায়ক মাশরাফির শেষ সিরিজ? এমন প্রশ্নের জবাবে পাপন বলেন,  ‘‘এই সিরিজে অধিনায়ক হিসেবেই খেলছে৷ শেষ সিরিজ কিনা, সেটা এখনই বলছি না৷ বোর্ডসভা ডেকেছি, আগামী ৮-৯ তারিখের দিকে, সেখানেই সিদ্ধান্ত হবে৷

‘‘মাশরাফি খেলতে চাইলে খেলতেই পারে৷ তবে আমার ভাবনায় বেশি আছে নেতৃত্ব৷ নেতৃত্ব নিয়ে সিদ্ধান্ত নেওয়ার পর অন্য কাউকে যদি আমরা ঘোষণা করে দেই (অধিনায়ক),  তারপর পারফরম্যান্স দিয়ে মাশরাফি দল ঢুকতে পারলে ঢুকবে৷ কারও জন্যই এখানে বাধা নেই৷ অধিনায়কের ব্যাপারে হয়তো এক মাসের মধ্যেই আমরা সিদ্ধান্ত জানিয়ে দেবো৷ ভবিষ্যতে নেতৃত্ব দিতে পারে এমন কাউকেই আমরা বেছে নেবো হয়তো৷''

জিম্বাবুয়ে-বাংলাদেশ ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচ হবে আগামী ১, ৩ ও ৬ মার্চ,  সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে৷

এসএনএল/এসিবি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)