জুলিয়া ঝড়ে লণ্ডভণ্ড ল্যাটিন অ্যামেরিকা
হারিকেন জুলিয়ার কারণে ল্যাটিন অ্যামেরিকার কয়েকটি দেশে বন্যা দেখা দিয়েছে৷ কমপক্ষে ২৬ জন মারা গেছেন৷ আর ভেনেজুয়েলায় ভূমি ধসে ৪৩ জনের মৃত্যু হয়েছে৷ এখনও নিখোঁজ ৫৬ জন৷
ঝড়ের শুরু
শুক্রবার কলম্বিয়া উপকূলে ঝড়ের সূত্রপাত হয়৷ শনিবার সান আন্দ্রেস দ্বীপে এটি আঘাত হানে৷ এতে ঘরবাড়ি ও কিছু অবকাঠামো সামান্য ক্ষতিগ্রস্ত হয়৷ কলম্বিয়ার উত্তরাঞ্চলীয় লা গুয়াখিরা রাজ্যকে দুর্যোগ এলাকা ঘোষণা করা হয়েছিল৷ প্রায় পাঁচ হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে৷
ভেনেজুয়েলায় ধ্বংসযজ্ঞ
ভারী বৃষ্টিপাতের কারণে ভেনেজুয়েলার রাজধানী কারাকাস থেকে প্রায় ৫০ কিলোমিটার দক্ষিণপশ্চিমের লাস তেহেরিয়াসে ভূমিধস হয়েছে৷ এতে ৪৩ জন মারা গেছেন৷ এখনও নিখোঁজ ৫৬ জন৷
কাদায় ঢাকা রাস্তা
বন্যা ও ভূমিধসের কারণে গাছ উপড়ে গেছে, গাড়ি ভেসে গেছে৷ ড্রোন ছবিতে দেখা গেছে, লাস তেহেরিয়াসের রাস্তা কাদায় ঢেকে গেছে৷
সুখি পুনর্মিলনী
ঝড়ের পর প্রতিবেশীরা কুকুর উদ্ধার করে দেয়ার পর খুব খুশি এই ব্যক্তি৷
ক্যাটাগরি ১ হারিকেন
রোববার রাতে নিকারাগুয়ায় যখন জুলিয়া আঘাত হানে তখন এটি দুর্বল হয়ে ক্যাটাগরি ১-এ পরিণত হয়েছিল৷ তারপরও এর প্রভাবে ভারী বৃষ্টিপাত, ঝোড়ো হাওয়া, বন্যা ও ভূমিধস হয়েছে৷
ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন
ঝড়ে ক্ষতিগ্রস্ত হন্ডুরাসের এই নারী তার ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন৷ কারণ এবছর ল্যাটিন অ্যামেরিকায় দ্বিতীয়বারের মতো হারিকেন আঘাত হানলো৷ প্রথম হারিকেন বনি গত জুলাইতে নিকারাগুয়া ও কস্টারিকায় আঘাত হানে৷
প্রার্থনা
ঝড় আসার আগে এল সালভেদরের প্রেসিডেন্ট নায়িব বুকেলে ৯ অক্টোবরকে ‘প্রার্থনা দিবস’ ঘোষণা করেছিল৷
জলবায়ু পরিবর্তন
সাধারণত জুন থেকে নভেম্বর পর্যন্ত আটলান্টিক এলাকায় হারিকেন হয়ে থাকে৷ সাম্প্রতিক সময়ে ফিওনা ও ইয়ান নামে দুটি হারিকেন উত্তর অ্যামেরিকা ও ক্যারিবিয়ানে আঘাত হেনেছিল৷ জলবায়ু পরিবর্তনের কারণে এসব হচ্ছে বলে মনে করেন বিশেষজ্ঞরা৷