জেলহত্যা মামলার রায় দিলো আদালত
২৮ আগস্ট ২০০৮তারা হলেন সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এ এইচ এম কামরুজ্জামান ও ক্যপ্টেন মনসুর আলী৷ নির্মম এই হত্যাকান্ড বাংলাদেশের ইতিহাসে জেল হত্যাকান্ড নামে পরিচিত৷ ১৯৯৬ সালে জেলহত্যা মামলার বিচার কাজ শুরু হয়৷ আদালত রায় দেন ২০০৪ সালে৷ রায়ে ৩ জনের মৃত্যুদন্ড এবং ১২ জনকে যাবজ্জীবন কারাদন্ড দেওয়া হয়৷
এ রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল শুনানি শেষে বৃহস্পতিবার রায় দেওয়া হল৷ রায়ে রিসালদার মোসলেহ উদ্দিনের মৃত্যুদন্ড বহাল রেখে বাকি দু'জন দফাদার মারফত আলী ও এলডি আবুল হাসেন মৃধাকে বেকসুর খালাস দেওয়া হয়েছে৷
অন্যদিকে ৮ জনের যাবজ্জীবন কারাদন্ড বহাল রেখে ৪ জনকে খালাস দেওয়া হয়৷ খালাস পেয়েছেন সৈয়দ ফারুক রহমান, বজলুল হুদা, শাহরিয়ার রশিদ ও মহিউদ্দিন আহমেদ৷ হাইকোর্টে এই মামলার রায়ে বাদি পক্ষের আইনজীবী এ্যাডভোকেট আনিসুল হক ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন৷ হাইকোর্টে রায়ের রিরুদ্ধে তিনি আপিল করার কথা বলেছেন৷ আনিসুল হক বলেন, স্বাধীনতা বিরোধীরা বারবার রক্ত ঝরাচ্ছে৷ এখনও এর কোন সুবিচার পাওয়া যাচ্ছে না৷