জোলির পরিচালিত প্রথম ছবি বার্লিন উৎসবে
১০ জানুয়ারি ২০১২অ্যাঞ্জেলিনা জোলির পরিচালিত এই ছবি ‘ইন দ্যা ল্যান্ড অফ ব্লাড এ্যান্ড হানি' ইতিমধ্যেই বেশ সাড়া জাগিয়েছে৷ ছবিটি ১৯৯২ সাল থেকে ১৯৯৫ সাল পর্যন্ত চলা বসনিয়া যুদ্ধের ওপর ভিত্তি করে তৈরি৷ ছবিটি তৈরি করা হয়েছে স্থানীয় ভাষায়৷ ছবিতে যারা অভিনয় করেছেন তারাও বসনিয়ার নাগরিক৷ মূল ভূমিকায় হলিউডের কোন তারকাকে রাখেননি জোলি৷ বার্লিন ফিল্ম ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হবে ৯ থেকে ১৯শে ফেব্রুয়ারি পর্যন্ত৷ তখন জোলির ‘ইন দ্যা ল্যান্ড অফ ব্লাড অ্যান্ড হানি' দেখানো হবে বলে আয়োজকরা জানিয়েছেন৷
উৎসবে আসছেন তাঁর প্রাক্তন স্বামী বিলি বব থর্নটন৷ ১৯৯৬ সালে ‘স্লিং ব্লেড' ছবির চিত্রনাট্যের জন্য তিনি অস্কার পেয়েছিলেন৷ এবার তিনি উপস্থিত হচ্ছেন তার নতুন ছবি ‘জেইন ম্যানসফিল্ডস কার' নিয়ে৷ লক্ষ্য পুরস্কার জেতা৷
বার্লিন চলচ্চিত্র উৎসবে যৌথ প্রযোজনায় বেশ কিছু ছবি থাকছে৷ ফ্রান্স এবং সেনেগাল যৌথভাবে তৈরি করেছে ‘অজর্দ উই' অর্থাৎ ‘আজ' ছবিটি৷ থাকবে জার্মান ছবি ‘বারবারা', ইটালিয়ান ছবি ‘সিজার মাস্ট ডাই'৷ এছাড়া দেখানো হবে জার্মানি এবং নরওয়ের যৌথ প্রযোজনায় তৈরি ‘গ্নাডে' অর্থাৎ মার্সি৷ ফ্রান্স এবং সুইজারল্যান্ডের আরেকটি যৌথ প্রযোজনা ‘সিস্টার', জার্মান-গ্রিক প্রোডাকশন ‘মেটেওরা', পর্তুগালের ছবি ‘টাবু', হাঙ্গেরির ছবি ‘জাস্ট দ্যা উইন্ড' এবং ‘হোম ফর দ্যা উইকএন্ড'৷
‘সিস্টার' ছবিতে অভিনয় করেছেন ‘দ্যা এক্স ফাইল্স' খ্যাত এজেন্ট স্কালি অর্থাৎ জিলিয়ান অ্যান্ডারসন৷ তিনি আশা করছেন এবার হয়তো একটি পুরস্কার তিনি পাবেন৷
প্রতিবেদন: মারিনা জোয়ারদার
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক