1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জ্যামের জাদুতে সবাই পপস্টার!

১৬ মার্চ ২০১৩

আনকোরা দুই শিল্পীই মাত করে দিলেন আসর৷ বাদ্যযন্ত্রে হাতই দিলেন না, অথচ অস্ট্রেলিয়ার দুই তরুণের গান শুনে মনে হলো যেন বিখ্যাত কোনো অ্যালবাম বাজানো হয়েছে৷ এমন গান আসর মাত না করে পারে!

https://p.dw.com/p/17yrn
ছবি: I hate flash

যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যের অস্টিন-এ প্রতি বছরের মার্চ মাসে বসে সাউথ বাই সাউথওয়েস্ট ফেস্টিভাল৷ চলচ্চিত্র, ইন্টাব়্যাকটিভ এবং সংগীত নিয়ে আয়োজনটা এমন যে উৎসবে ভিড় বেড়েই চলেছে প্রতি বছর৷ '৮৭ থেকে শুরু হওয়া এ উৎসব গত বছর চলেছে ১০ দিন ধরে৷ সেখানেই এবার বাজিমাত করে দিয়েছেন অস্ট্রেলিয়ার জো রাসেল আর স্যাম রাসেল৷ যেনতেন কাজ করে নয়, তাক লাগিয়ে দিয়েছেন গান গেয়ে৷

Syrien Youtube Kunst
নিজের পছন্দের কোনো একটা গান গেয়ে দিন, বাকি কাজটা মোবাইলের বিশেষ অ্যাপ-ই করে দেবে (ফাইল ফটো)ছবি: Laurens Cerulus

শুনে কে বলবে, দু ভাই কোনোদিন গান শেখেননি, গিটার, ড্রাম বা কি-বোর্ড বাজাতেই জানেননা! এসে খালি গলায় গাইলেন আর সেই গানে যেন অনেক রকমের বাদ্যযন্ত্রের সঙ্গত করে দিলো অদৃশ্য কোনো জাদুকর৷ জাদুকরের নাম আইফোন৷ আট সপ্তাহ আগে অ্যাপল আইফোনের এমন এক সংস্করণ বাজারে ছেড়েছে, যা সামনে নিয়ে গুনগুন করে কোনো গান গেয়ে পছন্দমতো বাজনা যোগ করে দেয়া যায়৷ ফলে ওই আইফোন সঙ্গে থাকলে গানের ‘গ' না জেনেও সংগীত প্রতিভার জন্য অন্যের প্রশংসা পাওয়া সম্ভব৷ নিজের পছন্দের কোনো একটা গান গেয়ে দিন, বাকি কাজটা মোবাইলের বিশেষ অ্যাপ-ই করে দেবে৷ জো আর রাসেলের জন্য সে কাজটিই করে দিয়েছে আইফোনের নতুন সংস্করণ ‘জ্যাম'৷

ফোন বাজিয়ে কোনোরকমে গেয়ে দিয়েই কারো কারো এমন পপস্টারের মতো প্রচার পাওয়া দেখে সত্যিকারের শিল্পীদের নাকি দুশ্চিন্তা বাড়ছে৷ কেউ কেউ ভাবছেন, কেউ যদি কিছু না শিখেই আসর মাত করে দিতে পারে, তাহলে এত সাধনার কী মূল্য রইলো!

এসিবি/এসবি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য