জয়পুর সাহিত্য উৎসবে রুশদি বিতর্ক থামেনি
২৩ জানুয়ারি ২০১২নিরাপত্তার কারণ দেখিয়ে জয়পুর সাহিত্য উৎসবে বুকার পুরস্কার বিজেতা মিডনাইট চিলড্রেন-এর লেখক সালমান রুশদিকে যোগ দিতে না দেবার জন্য লেখক বেজায় চটেছেন রাজস্থান পুলিশের ওপর৷ নিরাপত্তার কারণ সম্পর্কে সন্দেহ প্রকাশ করে লেখক ট্যুইটারে লেখেন, এর উদ্দেশ্য ছিল তাঁর আসা আটকানো৷ মহারাষ্ট্র ও রাজস্থান পুলিশের গোয়েন্দা বিভাগ থেকে তাঁকে জানানো হয়েছিল ভাড়াটে খুনিদের হাতে তাঁর প্রাণনাশের আশঙ্কা আছে৷ রাজস্থান সরকারের পক্ষ থেকে অবশ্য এই অভিযোগ নস্যাৎ করা হয়৷
আন্তর্জাতিকখ্যাত সমাজবিজ্ঞানি ড. আশীষ নন্দী কিন্ত এটাকে দেখছেন নির্বাচনের পরিপ্রেক্ষিতে৷ ডয়চে ভেলেকে তিনি বললেন, উত্তরপ্রদেশের ভোটের দিকে তাকিয়ে নিরাপত্তার কথা বলে তাঁকে আটকানো হয়েছে৷ সরকার চাইছিল ওনাকে নিয়ে বিতর্ক হোক, তাতে আটকাতে সুবিধা হবে৷ খোদ ইরানে যখন ফতোয়া ধামাচাপা পড়ে গেছে তখন এতো বছর পর ভারতে তা নিয়ে চেঁচামেচি করা হাস্যকর৷ ভারতীয় গণতন্ত্রের বৈশিষ্ট্য হলো শ্যামও রাখি, কুলও রাখি৷ সবই নির্বাচন-ভিত্তিক, মনে করেন আশীষ নন্দী৷
এর প্রেক্ষিতে রুশদি আগামীকাল উদ্যোক্তাদের সঙ্গে এক ভিডিও কনফারেন্সে তার বক্তব্য রাখবেন৷ তাতেও বাদ সেধেছেন প্রশাসন৷ বলেছে, এরজন্য অনুমতি নিতে হবে যা উদ্যোক্তারা এখনো নেননি৷ উদ্যোক্তাদের জানাতে হবে রুশদি স্যাটানিক ভার্সেস-এর প্রসঙ্গ উল্লেখ করে আপত্তিকর কিছু বলবেন না৷
উৎসবে লেখকরাও রুশদি বিতর্কে দ্বিধাবিভক্ত৷ চারজন লেখক স্যাটানিক ভার্সেস থেকে অংশবিশেষ পাঠ করলে পত্রপাঠ তাঁদের শুধু আসর থেকে নয়, দেশ ছেড়ে চলে যতে বলা হয়৷ বলা বাহুল্য, তাঁরা চলে যান গ্রেপ্তারি এড়াতে৷ রুশদির সমর্থনে রয়েছেন লেখক উইলিয়াম ড্যালরিম্পল, মর্কিন টিভি স্টার ওপরা উইনফ্রে প্রমুখ৷ চেতন ভগতের মত লেখকরা মনে করেন, রুশদি বিশ্ববিখ্যাত লেখক হতে পারেন কিন্তু মানুষের ঈশ্বর বিশ্বাসকে তিনি আঘাত করতে পারেন না৷ ড. আশীষ নন্দী বলেন, রুশদির বই থেকে পাঠ করা লেখকদের একটা স্বত:স্ফূর্ত প্রতিবাদ৷ এতে অন্যায় কিছু নেই৷
উল্লেখ্য, ১৯৮৮তে ভারতে স্যাটানিক ভার্সেস নিষিদ্ধ হয়৷ আজ পর্যন্ত এই বই নিয়ে কোথাও সহিংসতার প্রকাশ ঘটেনি৷ বর্তমানে বিশ্বে মাত্র ৫টি দেশে এই বই এখনো নিষিদ্ধ৷ ভারতে এই নিষেধাজ্ঞা তুলে নেবার জন্য অভিযান শুরু হয়েছে৷
প্রতিবেদন: অনিল চট্টোপাধ্যায়, নতুনদিল্লি
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক