ঝড়ের মাতন ঘণ্টায় ৭৬০ বার!
৭ এপ্রিল ২০১১ভিয়েনায় ইউরোপীয় জিওসায়েন্স ইউনিয়ন তাদের সাম্প্রতিক হিসেব দাখিল করে দিল৷ বিশাল তার পরিমাণ৷ গোটা বিশ্বের প্রতিটি অঞ্চল থেকে দীর্ঘদিন ধরে সংগ্রহ করা যাবতীয় তথ্যকে কাজে লাগিয়ে ইউরোপীয় বিজ্ঞানীরা হিসেবটা করে ফেলেছেন৷ ভিয়েনায় বুধবার সেকথাই জানা গেল৷
প্রতিদিনের প্রতিটি ঘণ্টায় এই বিশ্বজুড়ে মোট ৭৬০টা করে ঝড় হয়ে চলেছে অবিরল৷ তাদের মধ্যে অধিকাংশই সেই ঝড়বিদ্যুৎ ভরা৷ এইসব ঝড়ের উৎস, তাদের গতিবিধি, তাদের প্রভাব এবং প্রকৃতির কাছে তাদের প্রয়োজনীয়তা নিয়েই গবেষণা চলছে৷
বিশ্বজুড়ে ঝড় নিয়ে তথ্য সংগ্রহ আর গবেষণার কাজটা শুরু হয়েছিল, গত শতকের দ্বিতীয় দশকে৷ চলছে তা প্রায় এক শতাব্দ ধরে৷ বিজ্ঞানীরা বলছেন, এই তথ্য বিশ্বের পরিবেশকে বুঝতেই শুধু যে সাহায্য করবে তা নয়, এর ফলে পাওয়া যাবে এবং গেছে এমন কিছু নতুন পরিবেশ বিষয়ক জ্ঞানের সন্ধান, যা কিনা পরিবেশ রক্ষার কাজেও দরকারি৷
তবে আগে অনেক বেশি ঝড় হত বিশ্বজুড়ে৷ এই পরিবেশ দূষণের ফলে তার সংখ্যাও গেছে কমে৷ ঘণ্টায় ১৮০০ টি ঝড় হত, সেই ১৯২০-২৫-এ, এখন তার সংখ্যা নিতান্তই ৭৬০৷
পরিবেশেও নিঃশব্দে কত কী ঘটে চলেছে! আসলে একথা সত্যি যে এ বিশ্বও বুড়ি হচ্ছে আস্তে আস্তে৷
প্রতিবেদন: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়
সম্পাদনা: সঞ্জীব বর্মন