1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঝড়ে উড়ে গেলেন সাইক্লিস্ট!

২২ জানুয়ারি ২০১৮

উথাল পাথাল বাতাসে সাইকেলসহ ছিটকে গিয়ে পড়লেন রাস্তার ওপাশে৷ নেদারল্যান্ডসে এমন বেশ কিছু ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে৷

https://p.dw.com/p/2rGv1
জার্মানিতেও ঝড় আঘাত হেনেছিলছবি: picture-alliance/dpa/S. Pförtner

ঘন্টায় বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ১৪০ কিলোমিটার৷ রাস্তা পার হবার সিগনালে দাঁড়াতে যাচ্ছিলেন ঐ সাইক্লিস্ট৷ কিন্তু বিধির নির্মম পরিহাস৷ অনেক চেষ্টা করেও বাগে রাখতে পারলেন না প্রিয় সাইকেলটি৷

তবে একদিক থেকে ভালোই হলো৷ সাইকেলসহ উড়িয়ে রাস্তা পার করে দিলো ‘রসিক’ বাতাস৷ সিগনালের জন্য অপেক্ষা কার ভালো লাগে?

ইউটিউব ও টুইটারে আবার এই ভিডিও পোস্টও করা হলো৷

শুধু এই সাইক্লিস্টের ভাগ্যেই যে এমন ঘটনা ঘটেছে, তা নয়৷ গেল সপ্তাহে ইউরোপজুড়ে হওয়া সাময়িক ঝোড়ো বাতাসে এমন অনেক ঘটনাই ঘটেছে৷

উত্তর ইউরোপে বাতাসের গতিবেগ একটু বেশিই ছিল৷ অবশ্য নেদারল্যান্ডসেই এমন ঘটনা বেশি চোখে পড়েছে৷

টুইটারে ছড়িয়ে পড়া আরেক ভিডিওতে দেখা যাচ্ছে, কথা নেই বার্তা নেই সাইনবোর্ডসহ এক পিলার ধ্বসে পড়ছে৷

আরেকটি ভিডিওতে দেখা গেছে, চলমান একটি লরির পেছনের কন্টেইনারটি শুয়ে পড়ে আবার ম্যাজিকের মতো উঠে পড়লো৷

ঝড়ের কারণে কিছুক্ষণের জন্য আমস্টারডামের স্কিপোল বিমানবন্দরের সব ফ্লাইট কিছুক্ষণের জন্য বন্ধও রাখতে হয়েছে৷ জার্মানিতে ঝড়ের কারণে ছয়জনের মৃত্যুর খবরও পাওয়া গেছে৷

জেডএ/এসিবি

ইউরোপে তীব্র ঝড়ে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত